মিসটেক (২০১৩-এর চলচ্চিত্র)

২০১৩-এর চলচ্চিত্র

মিসটেক এস.কে. পরিচালিত ২০১৩ সালের একটি বাংলা চলচ্চিত্র।

মিসটেক
পরিচালকএস.কে.
শ্রেষ্ঠাংশেবিক্রম চট্টোপাধ্যায়
প্রীতি ঝানগিয়ানি
মুক্তি
  • ৩১ মে ২০১৩ (2013-05-31)
দেশভারত
ভাষাবাংলা

কাহিনীসম্পাদনা

পাঁচজন বন্ধুর জীবনের ঘিরে আবর্তিত এই চলচ্চিত্রের গল্প। চলচ্চিত্রটিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সময়কালীন সময়ে তাঁদের মুখোমুখি হওয়া সমস্যাগুলি বিশ্লেষণ করা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে সঠিক কাজের জন্য সঠিক সময় ব্যবহার করা না হয়, তাবে তা গুরুতর সমস্যার দিকে নিয়ে যেতে পারে। প্রীতি ঝানগিয়ানি, বিক্রম চট্টোপাধ্যায়, মালবিকা, সৌরভ ও ক্লিও পাঁচজন বন্ধু হিসেবে অভিনয় করেন, অভিনেত্রী হিসেবে ইন্দ্রানী হালদার একটি গুরুত্বপূর্ণ চরিত্র রুপায়ন করেন। চলচ্চিত্রটিতে কুনাল পাধে, বিশ্বজিৎ চক্রবর্তী, দুলাল লাহিড়ী, বরুণ চক্রবর্তী ও অন্যান্য অভিনেতা রয়েছেন।[১]

অভিনয়েসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Indrani to play pivotal role in 'Mistake'"। ২১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০ 

বহিঃসংযোগসম্পাদনা