মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়
বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান
মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানায় অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়।[১]
মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() | |
অবস্থান | |
![]() | |
, ৪২০২ | |
স্থানাঙ্ক | ২২°২১′৪৯″ উত্তর ৯১°৪৭′০৮″ পূর্ব / ২২.৩৬৩৭° উত্তর ৯১.৭৮৫৬° পূর্ব |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৭ |
প্রতিষ্ঠাতা | মির্জা মেহদী ইস্পাহানি |
বিদ্যালয় জেলা | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম |
ইআইআইএন | ১০৪৬৬৮ |
ভর্তি | ২০০০ |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ১৫ একর |
ক্যাম্পাসের ধরন | পৌর এলাকা |
রং | হলুদ, সবুজ, লাল এবং বেগুনি |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল |
ওয়েবসাইট | maihs |
ইতিহাসসম্পাদনা
১৯৮৭ সালের ১২ মার্চে এম. এম. ইস্পাহানি লিমিটেডের তৎকালীন চেয়ারম্যান মির্জা মেহদী ইস্পাহানি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি তার বাবা মির্জা আহমেদ ইস্পাহানির নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করেন। [১]
সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমসম্পাদনা
মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয় প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বিদ্যালয়ের খেলার মাঠে ক্রিয়া সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করে। [২]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "At a glance"। Mirza Ahmed Ispahani High School।
- ↑ "UK teachers visit Mirza Ahmed Ispahani High School in Ctg"। The Financial Express। Dhaka। ১ এপ্রিল ২০১৫। ২ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
- "Mirza Ahmed Ispahani High School upstages GPA-5 students"। The Financial Express। Dhaka। ২৫ জুন ২০১৪।