মিতালী মুখার্জী

(মিতালী মুখার্জি থেকে পুনর্নির্দেশিত)

মিতালী মুখার্জী একজন ভারতীয় শাস্ত্রীয়[১][২][৩] এবং নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি মূলত বাংলাদেশের ময়মনসিংহ থেকে এসেছেন। তিনি ১৯৮২ সালে দুই পয়সার আলতা চলচ্চিত্রে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই গানে সঙ্গীত পরিবেশনার জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৪]

মিতালী মুখার্জী
Mitali Mukherjee
Mitali Singh rehearses for their upcoming music album Aksar (3).jpg
২০১২ সালে মিতালী সিং
জন্ম
পেশাগায়িকা
কর্মজীবন১৯৭৮ - বর্তমান

শৈশব ও শিক্ষাসম্পাদনা

মুখার্জী তার বাবা অমূল্য কুমার মুখার্জী ও মা কল্যাণী মুখোপাধ্যায়ের পরিবারে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তবে তার পিতার বাড়ি বরিশাল জেলায় এবং মায়ের বাড়ি কুমিল্লা জেলায়[৫] মুখার্জী পিটার মিঠুন দে’র তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সঙ্গীতে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করেন। তিনি বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতে শিক্ষা গ্রহণ করেন।[৪]

মুখার্জীর প্রথম অ্যালবাম "সাহিল" হয় এইচএমভি দ্বারা প্রকাশ করা হয়। তিনি তার অ্যালবাম "চাঁদ পারোসা হ্যায়"-এর জন্য গীতিকার গুলজারের সঙ্গে সহযোগিতা করেন।[৪] তিনি পাঞ্জাবি, গুজরাটি, তামিলসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন।[৪]

ব্যক্তিগত জীবনসম্পাদনা

তিনি ১৯৮২ সাল থেকে গজল গায়ক ভূপিন্দর সিং-এর সাথে বিবাহিত জীবন অতিবাহিত করেছেন। [৪] ২০২২ সালের ১৮ জুলাই ভূপিন্দর সিং মৃত্যবরণ করেন।[৬]

পুরস্কারসম্পাদনা

তিনি ১৯৮২ সালে "দুই পয়সার আলতা" সিনেমার "এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই" গানের জন্য শ্রেষ্ঠ নারী কন্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মুখার্জী ৯ অক্টোবর, ২০১৫ তারিখে সিটি ব্যাংক কর্তৃক প্রদত্ত গানে গানে গুণীজন সংবর্ধনা পেয়েছেন।[৭]

তথ্যসূত্রসম্পাদনা

  1. http://www.ananda-alo.com/আত্মার-কাছাকাছি-দুই-দেশক/
  2. https://unb.com.bd/category/Bangladesh/mitali-enthralls-audience-at-v-day-celebrations-in-delhi/8700
  3. https://www.thedailystar.net/showbiz/cover-story/mitali-mukherjee-the-flamboyant-songbird-speaks-1652251
  4. Zahangir Alom (অক্টোবর ৩০, ২০১৫)। "Whenever I visit Bangladesh, I don't feel like leaving - Mitali Mukherjee"The Daily Star। সংগ্রহের তারিখ অক্টোবর ৩০, ২০১৫ 
  5. Syeda Shamin Mortada (এপ্রিল ২৪, ২০০৯)। "Out of sight at times, but never out of mind"The Daily Star। সংগ্রহের তারিখ অক্টো ২৯, ২০১৫ 
  6. "দুঃসংবাদ! প্রয়াত খ্যাতনামা গায়ক ভূপিন্দর সিং"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮ 
  7. Zahangir Alom (অক্টো ১২, ২০১৫)। "Citi Bank honours Mitali Mukherjee"The Daily Star। সংগ্রহের তারিখ অক্টো ৩০, ২০১৫