মাহমুদ আলম
মাহমুদ আলম (জন্ম: ১৫ আগস্ট ১৯৬৩) একজন বাংলাদেশী গণিতবিদ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অধ্যাপক এবং খুলনায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।[১]
অধ্যাপক ড. মাহমুদ আলম | |
---|---|
প্রথম উপাচার্য | |
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৬ আগস্ট ২০২৩ | |
পূর্বসূরী | পদ সৃষ্টি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | পাতুনিয়াকাঠি, উজিরপুর, বরিশাল, বাংলাদেশ | ১৫ আগস্ট ১৯৬৩
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ওকাইয়ামা বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম ও শিক্ষা
সম্পাদনামাহমুদ বরিশালের উজিরপুর উপজেলার পাতুনিয়াকাঠি গ্রামে ১৯৬৩ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৯৮৬ সালে ফলিত গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিষয়ে ১৯৯৫ সালে প্রথম পিএইচডি এবং জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ১৯৯৯ সালে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি অর্জন করেন ও ২০০৬ সালে পোস্টডক্টরেট সম্পন্ন করেন।[২][৩]
কর্মজীবন
সম্পাদনামাহমুদ আলম ১৯৮৭ সালে ভূতপূর্ব বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, খুলনাতে (বর্তমান কুয়েট) শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০০ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত ডিসিপ্লিনে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। তিনি ২০০৩ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। অধ্যাপনার পাশাপাশি তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বোর্ড অব অ্যাডভ্যান্সড স্টাডিজের সদস্য এবং বিভাগীয় প্রধানসহ বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০২৩ সালের ১৬ আগস্ট খুলনায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন।[৪]
গবেষণা ও প্রকাশনা
সম্পাদনাতিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১৭৫টির বেশি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। এছাড়া দেশি ও বিদেশি সংস্থার অর্থায়নে একাধিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি খুবি অধ্যাপক মাহমুদ আলম"। যায়যায়দিন। ১৩ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "অধ্যাপক ড. মাহমুদ আলম-এর জীবনবৃত্তান্ত"। খুলনা বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে প্রফেসর ড. মোঃ মাহমুদ আলমের যোগদান"। সময়ের খবর। ১৬ অগাস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি মাহমুদ আলম"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৬ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪।