মাহফিরুজ হাতুন (ফার্সি ماه فيروز M -h-e Farūza থেকে "গৌরবময় চাঁদ" অথবা মাহ-ই-রজা "দিনের চাঁদ"; আনু. ১৫৮৫–১৬২০), ছিলেন অটোমান সুলতান প্রথম আহমেদ (রাজত্বকাল ১৬০৩–১৬১৭) এর উপপত্নী এবং সুলতান দ্বিতীয় ওসমানের (রাজত্বকাল ১৬১৮–১৬২২) মা।[]

মাহফিরুজ হাতুন
জন্ম১৫৮৫
গ্রিস
মৃত্যু১৬২০ (বয়স ৩৫)
Topkapı Palace, ইস্তাম্বুল, উসমানীয় সাম্রাজ্য
সমাধি
দাম্পত্য সঙ্গীপ্রথম আহমেদ
বংশধরদ্বিতীয় উসমান
সেহজাদে বায়েজিদ
সেহজাদে হুসাইন
পূর্ণ নাম
তুর্কি: মাহফিরুজ
ইংরেজি: মাহিফিরোজ
উসমানীয় তুর্কি: ماہ فروز خاتون
ধর্মইসলাম , আগের গ্রিক সনাতনপন্থী মণ্ডলী

ইতিহাসবিদ বাকী তেজকানের মতে, তার সম্ভাব্য নাম এবং মৃত্যুর সময় ছাড়া তার সম্পর্কে আর কিছু জানা যায়নি। তার আদালতের নাম, মাহফিরুজ, ফার্সি ভাষায় "মহিমান্বিত অর্ধচন্দ্র"। এই ধরনের নাম ইম্পেরিয়াল হারেমের মহিলাদের দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sakaoğlu, Necdet (২০০৮)। Bu mülkün kadın sultanları: vâlide sultanlar, hâtunlar, hasekiler, kadınefendiler, sultanefendiler (তুর্কি ভাষায়)। Oğlak Yayıncılık। আইএসবিএন 978-975-329-623-6