মাস্তানি বাঁই

প্রথম বাজিরাও এর দ্বিতীয় স্ত্রী

মাস্তানি বাঁই ছিলেন মারাঠা পেশওয়া বাজিরাও ১ এর দ্বিতীয় স্ত্রী।[১] তিনি তার অপরূপ সৌন্দর্য, শিল্পকলা, সাহিত্য এবং রণকৌশলের বিশেষ দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত।[২] বাজিরাও তাকে অনেক বেশি ভালবাসতেন কিন্তু বাজিরাওয়ের মা রাধাবাঁই এবং তার ভাই ছিমাজিয়াপ্পা তাকে সবসময় ঘৃণা এবং অত্যাচার করতেন।

মাস্তানি বাঁই
একজন চিত্রকরের দৃষ্টিতে মাস্তানি বাঁই
মাস্তানি বাঁইয়ের একটি চিত্রকর্ম
জন্ম
মাউ সাহানিয়া, বুন্দেলখান্দ
মৃত্যু১৭৪০
দাম্পত্য সঙ্গীবাজি রাঁও ১
সন্তানশমসের বাহাদুর ১ (কৃষ্ণা রাঁও)
পিতা-মাতাছাতরাসাল
রুহানি বাঁই

মাস্তানি (২৯ আগস্ট ১৬৯৯ – ২৮ এপ্রিল ১৭৪০ সিই) ছিলেন মহারাজা ছত্রশাল এবং রুহানি বাই বেগমের কন্যা।  তিনি ছিলেন মারাঠা পেশোয়া (প্রধানমন্ত্রী) বাজি রাও I এর দ্বিতীয় স্ত্রী। মারাঠা ব্রাহ্মণ পরিবারের মধ্যে তার সম্পর্ক প্রশংসা এবং বিতর্ক উভয়েরই বিষয়,[1][2] এবং ভারতীয় উপন্যাস ও সিনেমায় ভালভাবে অভিযোজিত।  [4][5][6][7]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "How Bajirao and Mastani became a byword for doomed romance" 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; trib নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি