মালিকা আল্ রাজী

বাংলাদেশী শিক্ষাবিদ ও লেখক

ড. মালিকা আল্ রাজী একজন বাংলাদেশী শিক্ষাবিদ ছিলেন। [১][২]

মালিকা আল্ রাজী
জন্ম১৫ই সেপ্টেম্বর,১৯১৯
মৃত্যু১৭ই নভেম্বর,২০০০
জাতীয়তাবাংলাদেশি
শিক্ষাএমএসসি, (বিজ্ঞান) পিএইচডি, (রসায়ন)
পেশাশিক্ষক, অধ্যক্ষ

জন্ম সম্পাদনা

ড.মালিকা আল্ রাজী[৩][৪] ১৯১৯ সালে ১৫ই সেপ্টেম্বর ঢাকার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী আবদুল আজিজ পেশায় একজন রেজিস্ট্রার ও মাতা বেগম ফয়জুন নেছা কাজী পেশায় একজন স্কুল শিক্ষিকা ছিলেন। তার তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

শিক্ষা জীবন সম্পাদনা

ঢাকার তৎকালিন ইডেন গার্লস কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং মেয়েদের মধ্যে সপ্তম স্থান অধিকার করেন। এরপর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বেথুন কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং স্কটিশ চার্জ কলেজ থেকে বি.এস-সি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এম.এস.সি ও বি.টি. (ব্যাচেলর অব ট্রেনিং) পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে এম.এস.সি তে তিনি একমাত্র ছাত্রী ছিলেন[৫] যা তাঁর জীবনের এটি স্মরণীয় ঘটনা। ১৯৫৪ সালে তিনি উচ্চ শিক্ষার জন্যে বিলেত গমন করেন এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে রসায়ন শাস্ত্রে পি.এইচ.ডি. ডিগ্রী লাভ করেন। ডক্টরেট ডিগ্রী লাভের পর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোম ইন এডুকেশন ডিগ্রীও লাভ করেন। এ সময় তিনি তাঁর স্বামী ড. আলীম আল্-রাজীর সাথে চার বৎসর লন্ডনে অবস্থান করেন।

রচনা সম্পাদনা

ড. মালিকা আল্-রাজী রচিত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪টি

  • মেরিকুরী ও আলবার্ট আইনস্টাইন
  • গীতি মিতালী-(গান)
  • নব নব ধারা-(কবিতা)
  • স্বরলিপি গীতিমিতালী (স্বরলিপি)

মৃত্যু সম্পাদনা

ড.মালিকা আল্-রাজী ২০০০ সালের ১৭ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান।[৬][৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://beta.teachers.gov.bd/content/details/57014[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  3. "কলেজ ইতিহাস | University Women's Federation College" (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪ 
  4. "About College | Doctor Maleka University College" (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪ 
  5. "STEMinists assemble"Dhaka Tribune। ২০১৬-০৩-১০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪ 
  6. "Dr Malika's 11th death anniversary today"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১১-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪ 
  7. "মৃত্যুবার্ষিকী | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৪