মার ইলিয়াস শরণার্থী শিবির

(মার ইলিয়াস শরনার্থী শিবির থেকে পুনর্নির্দেশিত)

মার ইলিয়াস (আরবি: مار الياس) ছিল লেবাননের বৈরুতের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী শিবির। শিবিরটি ১৯৫২ সালে মার ইলিয়াস (নবী এলিয়াস) গ্রিক অর্থোডক্স কনভেন্ট দ্বারা গঠিত হয়[১] এবং এটিতে মূলত খ্রিস্টান ফিলিস্তিনিরা থাকত। এলাকার শরণার্থী শিবিরের বাকি প্রায় সবগুলোতেই মুসলিম ফিলিস্তিনিরা বাস করত।

২০০২ সালে শিবিরে ১৪০৬ নিবন্ধিত শরণার্থী ছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mar Elias Refugee Camp"Lebanon Camp Profiles। United Nations Relief and Works Agency for Palestine Refugees। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২