মার্তিন কাসেরেস

উরুগুয়েয়ীয় ফুটবলার

হোসে মার্তিন কাসেরেস সিলভা (স্পেনীয়: Martín Cáceres, স্পেনীয় উচ্চারণ: [maɾˈtiŋ ˈkaseɾes]; জন্ম: ৭ এপ্রিল ১৯৮৭; মার্তিন কাসেরেস নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সি এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

মার্তিন কাসেরেস
২০১১ সালে উরুগুয়ের হয়ে কাসেরেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হোসে মার্তিন কাসেরেস সিলভা
জন্ম (1987-04-07) ৭ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৭)
জন্ম স্থান মোন্তেভিদেও, উরুগুয়ে
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
এলএ গ্যালাক্সি
জার্সি নম্বর ২২
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৩৫, ১৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৬ সালে, কাসেরেস উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে উরুগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৭ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উরুগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১৬ ম্যাচে ৪টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

হোসে মার্তিন কাসেরেস সিলভা ১৯৮৭ সালের ৭ই এপ্রিল তারিখে উরুগুয়ের মোন্তেভিদেওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

কাসেরেস কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১০ই নভেম্বর তারিখে ঘোষিত উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

১৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
উরুগুয়ে ২০০৭
২০০৮
২০০৯
২০১০
২০১১ ১৪
২০১২
২০১৩ ১১
২০১৪
২০১৫
২০১৭
২০১৮ ১১
২০১৯ ১২
২০২০
২০২১
২০২২
সর্বমোট ১১৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২ 
  2. "Se confirmó la lista de convocados para la Copa Mundial de Catar 2022" [2022 Qatar World Cup squad confirmed] (স্পেনীয় ভাষায়)। Uruguayan Football Association। ১০ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা