মার্গো হেমিংওয়ে

মার্কিন মডেল ও অভিনেত্রী

মার্গো লুইস হেমিংওয়ে (ইংরেজি: Margot Louise Hemingway; ১৬ ফেব্রুয়ারি ১৯৫৪ - ১ জুলাই ১৯৯৬)[২] ছিলেন একজন মার্কিন ফ্যাশন মডেল ও অভিনেত্রী। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে কসমোপলিটান, এল, হাপার্স বাজার, ভোগ ও টাইমের প্রচ্ছদে সুপারমডেল হিসেবে তার প্রতিমূর্তি সফলতা অর্জন করে।

মার্গো হেমিংওয়ে
Margaux Hemingway
মার্গো হেমিংওয়ে
জন্ম
মার্গো লুইস হেমিংওয়ে

(১৯৫৪-০২-১৬)১৬ ফেব্রুয়ারি ১৯৫৪
মৃত্যু১ জুলাই ১৯৯৬(1996-07-01) (বয়স ৪২)
মৃত্যুর কারণঅতিরিক্ত ঔষধ সেবনে আত্মহত্যা
সমাধিকেচাম, আইডাহো, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনকেটলিন গেবল স্কুল
পেশামডেল, অভিনেত্রী
উচ্চতা৬ ফু ০ ইঞ্চি (১.৮৩ মি)[১]
দাম্পত্য সঙ্গীএরল ওয়েটানসন
(বি. ১৯৭৫; বিচ্ছেদ. ১৯৭৮)

বার্নার্ড ফচার
(বি. ১৯৭৯; বিচ্ছেদ. ১৯৮৫)
পিতা-মাতা
আত্মীয়

তিনি মুখপাত্র হিসেবে সুগন্ধি ব্র্যান্ড ফেবার্জে'র সাথে মিলিয়ন ডলারের চুক্তিতে আবদ্ধ হন। তিনি কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের নাতনী। তার জীবনের শেষ সময়গুলো আসক্তি ও হতাশায় কাটে, যা গণমাধ্যমে ব্যাপকহারে প্রচারিত হয়। তিনি ১৯৯৬ সালের ১লা জুলাই ৪২ বছর বয়সে অতিরিক্ত ঔষধ সেবন করে আত্মহত্যা করেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মার্গো লুইস হেমিংওয়ে ১৯৫৪ সালের ১৬ই ফেব্রুয়ারি অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে জন্মগ্রহণ করেন।[ক] তার পিতা জ্যাক হেমিংওয়ে ও মাতা বিয়ারা লুইস হুইটলেসি। তার পিতামহ কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে এবং পিতামহী হ্যাডলি রিচার্ডসন। যখন তিনি জানতে পারেন তার নাম রাখা হয়েছিল শাতো মার্গো মদের নামানুসারে, যা তাকে গর্ভধারণের রাতে তার পিতামাতা পান করেছিলেন, তখন তিনি এই নামের সাথে মিল রাখতে তার নামের বানান "Margot" থেকে পরিবর্তন করে "Margaux" রাখেন।[২]

তার আরও দুই বোন ছিল, তারা হলেন জোন "মাফেট" ও মারিয়েল হেমিংওয়ে। শৈশবে তার পরিবার অরেগন থেকে কিউবায় চলে যায়, সেখানে তার পিতামহ বসবাস করতেন,[২] পরে তারা সান ফ্রান্সিস্কোআইডাহোতে চলে যান। আইডাহোতে তারা সান ভ্যালির নিকটবর্তী কেচামে তার পিতামহএর ফার্মে বসবাস করতেন।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্রের শিরোনাম মূল শিরোনাম ভূমিকা টীকা
১৯৭৬ লিপস্টিক Lipstick ক্রিস্টিন ম্যাককরমিক
১৯৭৯ কিলার ফিশ Killer Fish গ্যাব্রিয়েলা বিকল্প শিরোনাম: নেকড সান
১৯৮২ দে কল মি ব্রুস? They Call Me Bruce? কারমেন
১৯৮৪ ওভার দ্য ব্রুকলিন ব্রিজ Over the Brooklyn Bridge এলিজাবেথ অ্যান্ডারসন
১৯৮৪ কিলিং মেশিন Killing Machine জ্যাকুলিন বিকল্প শিরোনাম: গোমা-টু
১৯৮৭ পোর্তামি লা লুনা Portami la luna টেলিভিশন চলচ্চিত্র
১৯৯২ লা দোনা দি উনা সেরা La donna di una sera এলেন ফস্টার মার্কিন শিরোনাম: ওম্যান্‌স সিক্রেট (১৯৯২)
১৯৯১ ইনার স্যাঙ্কচাম Inner Sanctum অ্যানা রলিন্স
১৯৯২ ব্যাড লাভ Bad Love জ্যাকি
১৯৯২ ডেডলি রাইভালস Deadly Rivals এজেন্ট লিন্ডা হাওয়ারটন
১৯৯৪ ডাবল অবসেশন Double Obsession হিদার ডাইয়ার
১৯৯৪ ইনার স্যাঙ্কচাম টু Inner Sanctum II অ্যানা রলিন্স
১৯৯৪ ফ্রেম-আপ টু: দ্য কভার-আপ Frame-Up II: The Cover-Up জিন সিরেজ বিকল্প শিরোনাম: ডেডলি কনস্পাইরেসি
১৯৯৫ ভিসিয়াস কিস Vicious Kiss লিসা
১৯৯৫ আ কমে আক্তোর A comme acteur
১৯৯৬ ডেঞ্জারাস কার্গো Dangerous Cargo জুলি
১৯৯৬ ব্যাকরোডস টু ভেগাস Backroads to Vegas টেলিভিশন চলচ্চিত্র

টীকা সম্পাদনা

  1. যদিও হেমিংওয়ের জন্মদিনের ব্যাপারে বিভিন্ন সূত্রে বিভিন্ন তথ্য পাওয়া গেছে (দ্য নিউ ইয়র্ক টাইমস তার অবিচুয়ারিতে ভুলবশত তার জন্মদিন ১৯৫৫ সালের ১৯শে ফেব্রুয়ারি হিসেবে উল্লেখ করেছে), Ancestry.com-এ তার দাপ্তরিক মৃত্যুর নথিতে উল্লেখ রয়েছে তার জন্মদিন ১৬ ফেব্রুয়ারি ১৯৫৪ ও জন্মস্থান অরেগন অঙ্গরাজ্য, এবং মৃত্যু তারিখ জুলাই ১৯৯৬ ও মৃত্যুস্থান লস অ্যাঞ্জেলেস।

তথ্যসূত্র সম্পাদনা

  1. মারানো, হারা এস্ট্রফ (১ ডিসেম্বর ১৯৯৬)। "What Killed Margaux Hemingway?"সাইকোলজি টুডে। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯ 
  2. হলোওয়ে, লিনেট (৩ জুলাই ১৯৯৬)। "Margaux Hemingway Is Dead; Model and Actress Was 41"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা