মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন

মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন (ইংরেজি: United States Soccer Federation; এছাড়াও সংক্ষেপে ইউএসএসএফ নামে পরিচিত) হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১৩ সালের ৫ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার বছরেই অস্থায়ী সদস্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে এবং পরবর্তীতে ১৯১৪ সালের ২৭শে জুন তারিখে পূর্ণ সদস্যপদ লাভ করে, অন্যদিকে প্রতিষ্ঠার ৪৮ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ে অবস্থিত।

মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত৫ এপ্রিল ১৯১৩; ১১১ বছর আগে (1913-04-05)[][]
সদর দপ্তরইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
ফিফা অধিভুক্তিঅস্থায়ী: ২ আগস্ট ১৯১৩
পূর্ণ সদস্য: ২৭ জুন ১৯১৪[]
কনকাকাফ অধিভুক্তি১৮ সেপ্টেম্বর ১৯৬১[]
সভাপতিমার্কিন যুক্তরাষ্ট্র সিন্ডি পার্লো কোন
ওয়েবসাইটwww.ussoccer.com

এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মেজর লিগ সকার, জাতীয় নারী ফুটবল লীগ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সিন্ডি পার্লো কোন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন উইল উইলসন।

কর্মকর্তা

সম্পাদনা
৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি সিন্ডি পার্লো কোন
সহ-সভাপতি
সাধারণ সম্পাদক উইল উইলসন
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক নিল বুয়েটে
প্রযুক্তিগত পরিচালক ব্যারি পাওয়েলস
আর্নি স্টুয়ার্ট
ফুটসাল সমন্বয়কারী জিম মুরহাউজ
জাতীয় দলের কোচ (পুরুষ) গ্রেগ বারহাল্টার
জাতীয় দলের কোচ (নারী) ভ্লাতকো আন্দোনোভস্কি
রেফারি সমন্বয়কারী রিড এডি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "U.S. Soccer celebrates 100th anniversary"। CONCACAF। এপ্রিল ৯, ২০১৩। ডিসেম্বর ১৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ২৫, ২০১৬ 
  2. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 
  3. "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"La Nación (Google News Archive)। সেপ্টেম্বর ২৩, ১৯৬১। 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন