মারিও বালোতেল্লি

ইতালীয় ফুটবলার

মারিও বালোতেল্লি অথবা (ইতালীয় উচ্চারণ: [ˈmaːrjo baloˈtɛlli]) হলেন একজন ঘানাইয়ান বংশোদ্ভূত ইতালীয় পেশাদার খেলোয়াড় । প্রিমিয়ার লিগ এ খেলেন লিভারপুল এর হয়ে । ইতালি জাতীয় দলেরও একজন নিয়মিত খেলোয়াড় ।[৩] প্রথম দিকে তিনি সাধারণ খেলোয়াড় হিসাবে বার্সেলোনার হয়ে খেলেন । পরে তিনি A.C. Lumezzane তে যোগ দেন ।[৪]

মারিও বালোতেল্লি
Mario Balotelli Euro 2012.jpg
বালোতেল্লি ইতালি জাতীয় দলের অনুশীলনে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মারিও বারউয়াহ বালোতেল্লি[১]
জন্ম (1990-08-12) ১২ আগস্ট ১৯৯০ (বয়স ৩২)
জন্ম স্থান পালেরমো, ইতালি
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট   ইঞ্চি)[২]
মাঠে অবস্থান আক্রমনভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিভারপুল
জার্সি নম্বর ৪৫
যুব পর্যায়
২০০১-২০০৬ লুমেৎসানে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬-২০০৭ লুমেৎসানে (০)
২০০৭-২০১০ ইন্টার মিলান ৫৯ (২০)
২০১০-২০১৩ ম্যানচেস্টার সিটি ৫৪ (২০)
২০১৩–২০১৪ মিলান ৪৩ (২৬)
২০১৪– লিভারপুল (১)
জাতীয় দল
২০০৮-২০১০ ইতালি অনূর্ধ্ব ২১ জাতীয় দল ১৬ (৬)
২০১০– ইতালি ৩৩ (১৩)
অর্জন ও সম্মাননা
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩০ অগাস্ট ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩০ অগাস্ট ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Mario Balotelli"। Goal.com। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১১ 
  2. "Mario Balotelli"। acmilan.com। ২১ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৩ 
  3. "Balotelli saluta l'Italia "Ho bisogno di giocare""La Gazzetta dello Sport (Italian ভাষায়)। ১৩ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১০ 
  4. "Balotelli, maravillado con Thiago desde su paso por el Barça"Sport (newspaper) (Spanish ভাষায়)। ১১ আগস্ট ২০১১। ১০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১১