মায়ের দাবী
মায়ের দাবী হল আওকাত হোসেন পরিচালিত ১৯৮৬ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, সেলিনা, রোজী আফসারী, প্রবীর মিত্র, ব্ল্যাক আনোয়ার প্রমুখ। চলচ্চিত্রটি ১১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে একটি পুরস্কার অর্জন করে।[১]
মায়ের দাবী | |
---|---|
পরিচালক | আওকাত হোসেন |
চিত্রনাট্যকার | আওকাত হোসেন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সুবল দাস |
সম্পাদক | আওকাত হোসেন |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কুশীলব
সম্পাদনা- বুলবুল আহমেদ
- সেলিনা
- রোজী আফসারী
- প্রবীর মিত্র
- ব্ল্যাক আনোয়ার
- সাইফুদ্দিন
- মায়া হাজারিকা
- সুষমা আলম
- সালাম চট্টলা
- কামরুন্নাহার আজাদ স্বপ্না (বেবী স্বপ্না)
সঙ্গীত
সম্পাদনামায়ের দাবী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সুবল দাস। গীত রচনা করেছেন এম এ খালেক। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, রথীন্দ্রনাথ রায়, প্রণব কুমার ও নাসরীন রেজা।
- "দিনে দিনে খোকা আমার" - রুনা লায়লা
- "প্রথম যেদিন দেখা হলো" - সাবিনা ইয়াসমিন
- "রাতে আমার বধুয়া" - সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
- "নতুন এক অথিতি এসেছে ঘরে" - সাবিনা ইয়াসমিন ও রথীন্দ্রনাথ রায়
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ শিশু শিল্পী - কামরুন্নাহার আজাদ স্বপ্না
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মায়ের দাবী (ইংরেজি)