মায়ের দাবী হল আওকাত হোসেন পরিচালিত ১৯৮৬ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, সেলিনা, রোজী আফসারী, প্রবীর মিত্র, ব্ল্যাক আনোয়ার প্রমুখ। চলচ্চিত্রটি ১১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে একটি পুরস্কার অর্জন করে।[১]

মায়ের দাবী
পরিচালকআওকাত হোসেন
চিত্রনাট্যকারআওকাত হোসেন
শ্রেষ্ঠাংশে
সুরকারসুবল দাস
সম্পাদকআওকাত হোসেন
মুক্তি
  • ১০ জানুয়ারি ১৯৮৬ (1986-01-10)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

মায়ের দাবী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সুবল দাস। গীত রচনা করেছেন এম এ খালেক। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, রথীন্দ্রনাথ রায়, প্রণব কুমার ও নাসরীন রেজা।

  • "দিনে দিনে খোকা আমার" - রুনা লায়লা
  • "প্রথম যেদিন দেখা হলো" - সাবিনা ইয়াসমিন
  • "রাতে আমার বধুয়া" - সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
  • "নতুন এক অথিতি এসেছে ঘরে" - সাবিনা ইয়াসমিন ও রথীন্দ্রনাথ রায়

পুরস্কার সম্পাদনা

১১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা