মামলুক আলী নানুতুবি
মামলুক আলী নানুতুবি (১৭৮৯ — ১৮৫১) একজন ভারতীয় সুন্নি মুসলিম পণ্ডিত যিনি জাকির হুসেইন দিল্লী কলেজে আরবি ভাষার প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তার উল্লেখযোগ্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মুহাম্মদ কাসেম নানুতুবি, রশিদ আহমেদ গাঙ্গোহি এবং মুহাম্মদ ইয়াকুব নানুতুবি।[১]
মামলুক আলী নানুতুবি | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৭৮৯ |
মৃত্যু | ৭ অক্টোবর ১৮৫১ | (বয়স ৬১–৬২)
ধর্ম | ইসলাম |
সন্তান | মুহাম্মদ ইয়াকুব নানুতুবি (ছেলে) |
নাগরিকত্ব | মুগল ভারত |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
ধর্মীয় মতবিশ্বাস | মাতুরিদী |
আত্মীয় | খলিল আহমদ সাহারানপুরী (নাতি) |
নাম এবং বংশ
সম্পাদনাতার নাম মামলুক আল-আলী বা মামলুক আলী। তার নসব হল, মামলুক আলী ইবনে আহমদ আলী ইবনে গোলাম শরাফ ইবনে আবদুল্লাহ ইবনে আবদ ফাতাহ ইবনে মুহাম্মদ মুঈন ইবনে আবদ সামি ইবনে মুহাম্মদ হাশিম ইবনে শাহ মুহাম্মদ ইবনে কাজী তাহা ইবনে মোবারক ইবনে আমানউল্লাহ ইবনে জামালউদ্দীন ইবনে কাজী মীরান ইবনে মাজহারউদ্দিন ইবনে নাজমুদ্দীন সানী ইবনে নূরউদ্দীন রাব্বি ইবনে কিয়ামউদ্দিন ইবনে জিয়াউদ্দিন ইবনে নূরুদ্দীন সালিস ইবনে নাজমুদ্দীন ইবনে নূরউদ্দিন সানী ইবনে রুকনউদ্দিন ইবনে রাফি-উদ্দিন ইবনে বাহাউদ্দিন ইবনে শিহাবুদ্দীন ইবনে খাজা ইউসুফ ইবনে খলিল ইবনে সদ্দুদ্দীন ইবনে নূরউদ্দিন ইবনে সদরউদ্দীন আল-হাজ ইবনে ইসমাইল শহীদ ইবনে নূরউদ্দীন কিতাল ইবনে মাহমুদ ইবনে বাহাউদ্দিন ইবনে আবদুল্লাহ ইবনে জাকারিয়া ইবনে নূর ইবনে সিরাহ ইবনে শাদি আস-সিদ্দিকী ইবনে ওয়াহেদউদ্দীন ইবনে মাসউদ ইবনে আবদুর রাজ্জাক ইবনে কাসিম ইবনে কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর।[২]
জন্ম ও শিক্ষা
সম্পাদনামামলুক আলী ১৭৮৯ সালে ভারতের উত্তরপ্রদেশের নানুতায় জন্ম গ্রহণ করেন।[৩][৪] তার প্রাথমিক শিক্ষা সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তবে বলা হয়ে থাকে যে তিনি তার পরিবারের প্রবীণদের কাছ থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন। নূরুল হাসান রশিদ কান্ধলভি অনুমান করেছেন যে, তার পড়াশোনা মুফতি ইলাহী বখশের আবদুর রহমন এবং আবদুর রহিমের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে হয়েছিল। তিনি মুফতি ইলাহী বখশ কান্ধলভি এবং মুহাম্মদ কালান্দার জলালাবাদীর অধীানে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। তিনি শাহ আবদুল আজিজের সাথে একটি প্রসঙ্গ অধ্যয়ন করেছেন বলে জানা যায়। আরেকটি বর্ণনায় আছে যে, তিনি আবদুল্লাহ খান আলভীর কাছ থেকে পড়াশোনা করেছেন। তিনি রশিদ উদ্দীন খানের অধীনে উচ্চতর পড়াশোনা শেষ করেন।[৫]
কর্মজীবন
সম্পাদনাপড়াশোনা শেষ করে মামলুক আলী দিল্লিতে শিক্ষকতা শুরু করেন।[৬] ১৮২৫ সালের জুনে, তিনি জাকির হুসেইন দিল্লি কলেজে আরবি বিভাগের প্রভাষক পদে নিযুক্ত হন এবং ১৮৪১ সালের ৮ নভেম্বর প্রধান শিক্ষকের পদে পদোন্নতি পান।[৭] তিনি সারা জীবন এই কলেজের প্রধান শিক্ষক ছিলেন। যৌক্তিক বিজ্ঞান, আরবি ভাষা, ফিকহ সম্পর্কিত বই পড়ানোর পাশাপাশি তিনি সিহাহ সিত্তার বইও পড়াতেন।
আসির আদ্রবির মতে, নানুতুবি তার কর্মজীবনের পুরো সময় দিল্লিতে শিক্ষাদানে কাটিয়েছিলেন। উক্ত যুগের জ্ঞাত পণ্ডিতগণ তার সাথে অধ্যয়ন করেছিলেন বলে জানা যায়।[৮]
ছাত্র
সম্পাদনাতার উল্লেখযোগ্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছে:[৯][১০][১১]
- মুহাম্মদ কাসেম নানুতুবি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা
- সৈয়দ আহমদ খান, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা[ক]
- রশিদ আহমদ গাঙ্গোহি, হানাফি ফকীহ
- মুহাম্মদ ইয়াকুব নানুতুবি, দারুল উলুম দেওবন্দের প্রথম অধ্যক্ষ
- নাজির আহমদ দেহলভী, উর্দু উপন্যাসের জনক
- মাজহার নানুতুবি, মাজাহির উলুম, সাহারানপুরের প্রতিষ্ঠাতা
- আহমদ আলী সাহারানপুরি
- জুলফিকার আলি দেওবন্দি (মাহমুদ হাসান দেওবন্দির পিতা
- ফজলুর রহমান উসমানি (শাব্বির আহমদ উসমানির পিতা)
- মুহাম্মদ থানভী ( ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খলিফা
- মুহাম্মদ মুনির নানুতুবি (দারুল উলুম দেওবন্দের প্রাক্তন আচার্য
- মৌলভী জামাল উদ্দীন কিনভি ( ভোপাল রাজ্যের মুখ্যমন্ত্রী
- করিমুদ্দিন পানীপথি
মৃত্যু এবং উত্তরাধিকার
সম্পাদনানানুতুবি ১৮৫১ সালের ৭ অক্টোবর জন্ডিসের কারণে মারা যান এবং শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর কবরস্থানের নিকটে নয়াদিল্লির মুন্হাদিয়ানে তাকে দাফন করা হয়।[১২][১৩]
তার পুত্র মুহাম্মদ ইয়াকুব নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রথম অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন।[১৪] মামুলুক আলীর কাছে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কাসেম নানুতুবি তার বেশিরভাগ বই পড়াশোনা করেছিলেন।[১৫] সুনানে আবু দাউদের ১৮ খণ্ডের ভাষ্য বাদলুল মাজহুদের লেখক খলিল আহমদ সাহারানপুরী ছিলেন নানুতুবির নাতি।[১৬]
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ খান তাকে এই বলে প্রশংসা করেছিলেন,
মামলুক আলী যে স্মরণশক্তি ধারণ করেতেন তা এতটাই গভীর ছিল যে যদি কারণবশত জ্ঞানের পুরো গ্রন্থাগারটি নষ্ট হয়ে যায় তবে মাওলানা তার স্মৃতির কোষের সিন্দুর থেকে আবার এটি লিখে ফেলতেন।[১৭]
টীকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ হেদায়াতুল্লাহ, মুহাম্মাদ (২১ জানুয়ারি ২০২৩)। "মাওলানা মামলুক আলী নানুতবি (রহ.): উপমহাদেশে ধর্মীয় ও জাগতিক জ্ঞানের মোহনা"। দৈনিক কালের কণ্ঠ।
- ↑ অধ্যাপক নূর আল-হাসান শেরকোটি। "হযরত মাওলানা মুহাম্মাদ ইয়াকুব নানুতুবি"। সাওয়ানেহ উলামা-এ-দেওবান্দ (উর্দু ভাষায়) (জানুয়ারি ২০০০ সংস্করণ)। নওয়াজ পাবলিকেশনস। পৃষ্ঠা ৯০–২১৪।
- ↑ Hadhrat Moulana Muhammad Qaasim Nanotwi: A Glimpse Into His Life [হযরত মওলানা মুহাম্মদ কাসিম নানুতুবি: তার জীবনের এক ঝলক] (ইংরেজি ভাষায়) (১ম, জানুয়ারি ২০২০ সংস্করণ)। পৃষ্ঠা ৩৫।
- ↑ সাওয়ানেহ উলামা-এ-দেওবান্দ (উর্দু ভাষায়) (জানুয়ারি ২০০০ সংস্করণ)। পৃষ্ঠা ১২৫।
- ↑ সাওয়ানেহ উলামা-এ-দেওবান্দ (উর্দু ভাষায়) (জানুয়ারি ২০০০ সংস্করণ)। পৃষ্ঠা ১২৭।
- ↑ Hadhrat Moulana Muhammad Qaasim Nanotwi: A Glimpse Into His Life [হযরত মওলানা মুহাম্মদ কাসিম নানুতুবি: তার জীবনের এক ঝলক] (ইংরেজি ভাষায়) (১ম, জানুয়ারি ২০২০ সংস্করণ)। পৃষ্ঠা ৩৭।
- ↑ সাওয়ানেহ উলামা-এ-দেওবান্দ (উর্দু ভাষায়) (জানুয়ারি ২০০০ সংস্করণ)। পৃষ্ঠা ১৩৬–১৩৭।
- ↑ আসির আদ্রাভি। তাজকিরাহ মাশহির-ই হিন্দ: কারওয়ান-ই-রাফতা (উর্দু ভাষায়) (২য়, এপ্রিল ২০১৬ সংস্করণ)। দারুল মোল্লাফীন। পৃষ্ঠা ২৪৬।
- ↑ রিজভি, সৈয়দ মেহবুব। তারীখ দারুল উলূম দেওবন্দ (১৯৮০ সংস্করণ)। দারুল উলূম দেওবন্দ। পৃষ্ঠা ৭৩–৭৫।
- ↑ Hadhrat Moulana Muhammad Qaasim Nanotwi: A Glimpse Into His Life [হযরত মওলানা মুহাম্মদ কাসিম নানুতুবি: তার জীবনের এক ঝলক] (ইংরেজি ভাষায়) (১ম, জানুয়ারি ২০২০ সংস্করণ)। পৃষ্ঠা ৪, ৩৯।
- ↑ ক খ সাওয়ানেহ উলামা-এ-দেওবান্দ (উর্দু ভাষায়) (জানুয়ারি ২০০০ সংস্করণ)। পৃষ্ঠা ১৪৯।
- ↑ সাওয়ানেহ উলামা-এ-দেওবান্দ (উর্দু ভাষায়) (জানুয়ারি ২০০০ সংস্করণ)। পৃষ্ঠা ১৫০।
- ↑ Hadhrat Moulana Muhammad Qaasim Nanotwi: A Glimpse Into His Life [হযরত মওলানা মুহাম্মদ কাসিম নানুতুবি: তার জীবনের এক ঝলক] (ইংরেজি ভাষায়) (১ম, জানুয়ারি ২০২০ সংস্করণ)। পৃষ্ঠা ৪০।
- ↑ রিজভি, সৈয়দ মেহবুব। তারীখ দারুল উলূম দেওবন্দ (১৯৮১ সংস্করণ)। দারুল উলুম দেওবন্দ। পৃষ্ঠা ১২৬।
- ↑ আসির আদ্রাভি। মাওলানা মুহাম্মদ কাসিম নানুতুবি: হায়াত অর কার্নামে (উর্দু ভাষায়) (২০১৫ সংস্করণ)। শায়খুল হিন্দ একাডেমি। পৃষ্ঠা ৫৯।
- ↑ মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী। "হযরত আকদাস মাওলানা আল-হাজ্জ খলিল আহমদ"। তারীখ-ই মাশীখ-ই চিশত (ইংরেজি ভাষায়)।
- ↑ Hadhrat Moulana Muhammad Qaasim Nanotwi: A Glimpse Into His Life [হযরত মওলানা মুহাম্মদ কাসিম নানুতুবি: তার জীবনের এক ঝলক] (ইংরেজি ভাষায়) (১ম, জানুয়ারি ২০২০ সংস্করণ)। পৃষ্ঠা ৩৮।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- মাওলানা নূর আল-হাসান রশিদ কান্ধলভী। "হযরত মাওলানা মামলুক আল-আলি নানুতুবি"। সাওয়ানেহ উলামা-এ-দেওবান্দ (উর্দু ভাষায়) (জানুয়ারি ২০০০ সংস্করণ)। নওয়াজ পাবলিকেশনস। পৃষ্ঠা ১২২–১৫০।
- "হযরত মাওলানা মামলুক আলি সাহিব"। Hadhrat Moulana Muhammad Qaasim Nanotwi: A Glimpse Into His Life [হযরত মওলানা মুহাম্মদ কাসিম নানুতুবি: তার জীবনের এক ঝলক] (ইংরেজি ভাষায়) (১ম, জানুয়ারি ২০২০ সংস্করণ)। জমিয়াতুল উলামা (কেজেডএন)। পৃষ্ঠা ৩৫–৪১। আইএসবিএন 978-0-6398423-0-1।