মাধব সেন
লক্ষণ সেনের পুত্র মাধব সেন। লক্ষ্মণ সেনের পরলোক গমনের পরে তার পুত্র মাধব সেন প্রথমে বাঙ্গালার রাজা হয়েছিলেন । তৎপরে তার ভ্রাতা কেশব সেন ও বিশ্বরূপ সেন পর পর বাঙ্গালার রাজা হয়েছিলেন ।[১]
মাধব সেন | |
---|---|
বাংলার রাজা | |
পূর্বসূরি | লক্ষণ সেন |
উত্তরসূরি | কেশব সেন |
রাজবংশ | সেন রাজবংশ |
পিতা | লক্ষণ সেন |
ধর্ম | সনাতন ধর্ম |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পাতা:জীবনীকোষ-ভারতীয় ঐতিহাসিক-পঞ্চম খণ্ড.pdf/৪৫০ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"। bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২২।