মাজাহির উলুম জাদিদ

ভারতের মাদ্রাসা

মাজাহির উলুম জাদিদ হলো ভারতের সাহারানপুরের একটি মাদ্রাসা, যেটি মাজাহির উলুম সাহারানপুর থেকে ১৯৮৩ সালে আলাদা হয়ে যায়। এটি মাজাহিরে উলুম নামে একটি মাসিক জার্নাল প্রকাশ করে।[১] মুহাম্মদ আকিল সাহারানপুরী এই মাদ্রাসার মুহতামিম ও হাদিসের সিনিয়র অধ্যাপক।[২]

মাজাহির উলুম জাদিদ
মাজাহির উলুম জাদিদ
ধরনমাদ্রাসা
স্থাপিত১৯৮৩ (৪১ বছর আগে) (1983)
মূল প্রতিষ্ঠান
মাজাহির উলুম সাহারানপুর (১৯৮৩ সালে বিভক্ত)
অবস্থান
সংক্ষিপ্ত নামমাজাহির

ইতিহাস সম্পাদনা

 
মাদ্রাসার একটি ভবন

মাদ্রাসার প্রথম মুহতামিম ছিলেন আবদুল আজিজ, যিনি ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন। সালমান মাজাহিরি ১৯৯৬ থেকে ২০ জুলাই ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।

মাদ্রাসায় ১৯৮৮ সালে "আমীন-ই-আম" (সাধারণ সম্পাদক) এর পদ তৈরি করা হয় এবং মুহাম্মদ তালহা কান্ধলাভিকে প্রথম সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়, যিনি ১৯৯৩ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন।[৩]

ছাত্র ও শিক্ষক সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Qasmi 2013, পৃ. 347–348।
  2. "جامعہ مظاہرعلوم سہارنپور کی مجلس شوریٰ کا اجلاس اختتام پذیر" [The meeting of the Jamia Mazahir Uloom's executive council has concluded]। Hindusthan Samachar (উর্দু ভাষায়)। ২১ মার্চ ২০২২। ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. Rafiuddin Haneef Qasmi (সেপ্টেম্বর ২০১৯)। "Mawlana Muhammad Talha: Life and Services"Monthly Darul UloomDarul Uloom Deoband193 (9)। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • Saharanpuri, Shahid (২০০৫)। Ulama e Mazahir Uloom aur unki Ilmi wa tasnīfi khidmāt (উর্দু ভাষায়)। 1। Saharanpur: Maktaba Yādgār-e-Shaykh। 
  • Qasmi, Nayab Hasan (২০১৩)। Darul Uloom Deoband Ka Sahafati Manzarnama (উর্দু ভাষায়)। পৃষ্ঠা 347–348।