মাছের ঝোল (চলচ্চিত্র)

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র
(মাছের ঝোল চলচ্চিত্র ২০১৭ থেকে পুনর্নির্দেশিত)

মাছের ঝোল হলো ২০১৭ সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। ছবিটি প্রতীম দাশগুপ্ত পরিচালনা করেন। ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম এবং মমতা শঙ্কর এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এটি বাঙালীর খাবার নিয়ে প্রথম চলচ্চিত্র।[১][২]

মাছের ঝোল
মাছের ঝোল চলচ্চিত্রের পোস্টার
পরিচালকপ্রতীম দাশগুপ্ত
প্রযোজকসোনি পিকচারস নেটওয়ার্ক এবং জয় গাঙ্গুলী
রচয়িতাপ্রতীম দাশগুপ্ত
শ্রেষ্ঠাংশেঋত্বিক চক্রবর্তী
পাওলি দাম
মমতা শঙ্কর
অর্জুন চক্রবর্তী
মিঠু চক্রবর্তী
সুরকারঅনুপম রায়
মুক্তি১৮ আগস্ট ২০১৭
দৈর্ঘ্য১০৮ মিনিট
দেশ ভারত
ভাষাবাংলা

কাহিনী সম্পাদনা

ছবির মুখ্য চরিত্র দেব ডি(ঋত্বিক) । সে বড় শেফ হওয়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্নকে সফল করতে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে দেব। নানা ঘাত প্রতিঘাতের পর অবশেষে প্যারিসের এক পাঁচতারা হোটেলের মাস্টার শেফ হয়ে ওঠে এবং রেস্তোরা বানায়। ১৩ বছর পর ফিরে আসে কলকাতায়[১]

অভিনয় সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

মাছের ঝোল ছবিতে গীতিকার ও সংগীত পরিচালনা করেন অনুপম রায়[৩] তিনি একটি রবীন্দ্রসঙ্গীতেফরাসি ভাষার অনুবাদে কন্ঠ দেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কেমন হবে শেফ ঋত্বিকের 'মাছের ঝোল'"। সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "পাওলি-ঋত্বিকের 'মাছের ঝোল'"। ২৯ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "যখন মাছের ঝোলে 'গরম মশলা' অনুপম!"gulgal.com। ৪ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭