মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়

মাগুরা জেলায় অবস্থিত সরকারি উচ্চ বিদ্যালয়

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের মাগুরা জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়
ঠিকানা
মানচিত্র
আছাদুজ্জামান সড়ক

, ,
৭৬০০

স্থানাঙ্ক২৩°২৯′১০″ উত্তর ৮৯°২৪′৫৪″ পূর্ব / ২৩.৪৮৬২২৯° উত্তর ৮৯.৪১৪৯৫৭° পূর্ব / 23.486229; 89.414957
তথ্য
অন্য নামমাগুরা মডেল হাইস্কুল
অথবা,
মডেল স্কুল
বিদ্যালয়ের ধরনসরকারি
নীতিবাক্যজ্ঞানই শক্তি
প্রতিষ্ঠাকাল১৮৫৪ (1854)
প্রতিষ্ঠাতাযোগেন্দ্রনাথ সিনহা
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডযশোর বোর্ড
বিদ্যালয় জেলামাগুরা
কর্তৃপক্ষবাংলাদেশ সরকার
সেশনজানুয়ারি-ডিসেম্বর
ইআইআইএন১১৭৯০৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকমো: জিয়াউল হাসান
কর্মকর্তা৮ জন
শিক্ষকমণ্ডলীমোট: ৪৭ জন
প্রধান শিক্ষক: ১ জন
সহ প্রধান শিক্ষক: ২ জন
সিনিয়র শিক্ষক: ১৬ জন
সহকারী শিক্ষক: ২৮ জন
শ্রেণী৬ষ্ঠ-১০ম
লিঙ্গবালক
বয়স১১ বছর থেকে ১৬ বছর পর্যন্ত
শিক্ষার্থী সংখ্যা১২০০ জন (আনুমানিক)
ছাত্র-শিক্ষক অনুপাত১২০০:৪৭
ভাষাবাংলা
সময়সূচির ধরনপ্রভাতী, দিবা
সময়সূচিপ্রভাতী:
০৭:০০ - ১২:০০
দিবা:
১২:১৫ - ১৭:২৫
বিদ্যালয়ের কার্যসময়প্রভাতী:
৫ ঘণ্টা
দিবা:
৫ ঘণ্টা ১০ মিনিট
শ্রেণীকক্ষ২৯টি
শিক্ষায়তন৫.৩ হেক্টর (১৩ একর)
ক্যাম্পাসের ধরনশহুরে
রং          নীল (প্রভাতী) ও লাল (দিবা)
ক্রীড়াকাবাডি, হ্যান্ডবল, ফুটবল, ক্রিকেট, দাবা
ডাকনামমডেল হাই স্কুল
বর্ষপুস্তকসৃজনী
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

অবস্থান সম্পাদনা

এই উচ্চ বিদ্যালয়টি মাগুরা জেলায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের উত্তর পাশে অবস্থিত। বিদ্যালয়টির উত্তরে কলেজ পাড়া, দক্ষিণে ও পূর্বে ভায়না, পশ্চিমে দোয়ার পাড় এবং আদর্শ পাড়া।

ইতিহাস সম্পাদনা

ঊনবিংশ শতাব্দীর ত্রিশের দশকে মাগুরা শহরের দুই মাইল পশ্চিমে শিবরামপুর গ্রামে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় মাইনর স্কুল হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮৫৪ সালকেই স্কুলের প্রতিষ্ঠাকাল হিসেবে গণ্য করা হয়। ১৮৬০ সালে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক উচ্চ ইংরেজি বিদ্যালয় হিসেবে অনুমোদন লাভ করে। ১৮৭৬ সালে আকস্মিক অগ্নিকান্ডে বিদ্যালয়টি পুড়ে যায়। এই সময় বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক যোগেন্দ্রনাথ সিনহার অক্লান্ত প্রচেষ্টা এবং তদানীন্তন মহকুমা প্রশাসক কালীপ্রসন্ন সিংহ-এর পৃষ্ঠপোষকতা ও অর্থানুকূল্যে একটি পাকা ইমারতে বিদ্যালয় ভবনটি স্থানান্তরিত হয় যেখানে আজ মাগুরা মহিলা কলেজের মূল ভবন অবস্থিত। বিদ্যালয়টি ১৯৮১ সালের ১ আগস্ট বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। এই সময়ের মধ্যে বিদ্যালয়টি একাধিকবার স্থান পরিবর্তনের সাথে সাথে নামও পরিবর্তিত হয়েছে। প্রথমে শিবরামপুর মাইনর স্কুল হতে মাগুরা উচ্চ ইংরেজি বিদ্যালয়, এরপর ১৯৬০ এর দশকে নামকরণ হয় মাগুরা মডেল হাইস্কুল এবং সর্বশেষ ১৯৭০ সালে বিদ্যালয়টির নামকরণ হয় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়।[১]

অবকাঠামো সম্পাদনা

বর্তমান বিদ্যালয়টি প্রায় ৫.৩ হেক্টর (১৩ একর) জমির উপর অবস্থিত। বিদ্যালয়টিতে বৃহৎ ‘L’ আকৃতির ত্রিতল ভবনসহ প্রধান শিক্ষকের বাসভবন রয়েছে। মোট শ্রেণিকক্ষ রয়েছে ১৬টি, অফিস কক্ষ ৩টি, হল রুম ১টি, গবেষণাগার ৪টি, পাঠাগার ১টি, মসজিদ ১টি, ছাত্রাবাস ১টি, খেলার মাঠ ২টি এবং পুকুর রয়েছে ১টি।

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

বর্তমানে স্কুলে ছাত্রসংখ্যা প্রায় বারোশত এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৪৭। ষষ্ঠ থেকে দশম পর্যন্ত ২ শিফটে মোট ৫টি শ্রেণিতে শাখা রয়েছে ১০ টি। নবম ও দশম শ্রেণিতে চালু আছে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষামানবিক বিভাগ।

সহ-শিক্ষা কার্যক্রম সম্পাদনা

খেলাধুলা বিশেষত কাবাডি, হ্যান্ডবল, ক্রিকেট, ফুটবল, দাবা, বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি প্রোগ্রামে অংশগ্রহণ করে বিদ্যালয়টি সুনাম অর্জন করেছে। এছাড়া বিদ্যালয়টি সৃজনী নামে একটি নিয়মিত বর্ষপুস্তক প্রকাশ করে থাকে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মাগুরার আই-জেন বিজয়ী মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়"মাগুরা নিউজ। ১০ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 

বহিসংযোগ সম্পাদনা