মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ

গবেষণা প্রতিষ্ঠান

মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ কলকাতায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। এটির অর্থায়ন করে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। এই প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল।[১] ১২ মার্চ ১৯৯৩ সালে ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জীবন ও কাজ নিয়ে গবেষণা করে, এটির নামও তার নামানুসারে নামকরণ করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং নয়া দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এম ফিল ও পিএইচডি পর্যায়ের ছাত্রছাত্রীরাও প্রতিষ্ঠানটির সাথে যুক্ত।

মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ
অফিসিয়াল লোগো
গঠিত৪ জানুয়ারি ১৯৯৩ (4 January 1993)
ধরনগবেষণা প্রতিষ্ঠান
সদরদপ্তরআইবি ১৬৬, সেক্টর-৩, সল্ট লেক, কলকাতা-৭০০১০৬
অবস্থান
স্থানাঙ্ক২২°৩৪′১৫″ উত্তর ৮৮°২৪′৪৭″ পূর্ব / ২২.৫৭০৮৯৮১° উত্তর ৮৮.৪১৩১১৭৬° পূর্ব / 22.5708981; 88.4131176
চেয়ারম্যান
অধ্যাপক রাধারমণ চক্রবর্তী
পরিচালক
ড. স্বরুপ প্রসাদ ঘোষ
প্রধান প্রতিষ্ঠান
সংস্কৃতি মন্ত্রণালয়, ভারত
ওয়েবসাইটhttp://www.makaias.gov.in

প্রকাশনা সম্পাদনা

কাজ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. MAKAIAS