মাইজখার ইউনিয়ন
মাইজখার বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা উপজেলার একটি ইউনিয়ন।
মাইজখার | |
---|---|
ইউনিয়ন | |
৯নং মাইজখার ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মাইজখার ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৭′৬″ উত্তর ৯০°৫৮′০″ পূর্ব / ২৩.৪৫১৬৭° উত্তর ৯০.৯৬৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | চান্দিনা উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনাচান্দিনা উপজেলার পূর্ব-মধ্যাংশে মাইজখার ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমে বরকরই ইউনিয়ন, পশ্চিমে দোল্লাই নবাবপুর ইউনিয়ন, উত্তর-পশ্চিমে মহিচাইল ইউনিয়ন, উত্তরে বাড়েরা ইউনিয়ন, পূর্বে এতবারপুর ইউনিয়ন ও বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়ন এবং দক্ষিণে বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনামাইজখার ইউনিয়ন চান্দিনা উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৫নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনামাইজখার ইউনিয়নের শিক্ষার হার ৯৮.০২%
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা১.রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ২.বদরপুর নেছারিয়া ফাজিল মাদরাসা ৩.রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪.ভোমরকান্দি উচ্চ বিদ্যালয় ৫.পানিপাড়া আলিম মাদ্রাসা ৬.পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭.পানিপাড়া শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ৮.এ,এম,এফ উচ্চ বিদ্যালয়,ফাঐ বাজার ৯.ফাঐ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০. দারুল আরকাম নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাখাল ও নদী
সম্পাদনা১. কার্জন খাল ২. কালা খাল
হাট-বাজার
সম্পাদনা১. পানিপাড়া নতুন বাংলা বাজার ২. ভোমরকান্দি বাজার ৩. ময়নার ঢং বাজার ৪. বদরপুর বাজার ৫. কাদুটি বাজার ৬. রসুলপুর বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা১.শাহ সেলিম প্রধান চেয়ারম্যান
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |