মাইকেল ফাসবেন্ডার
মাইকেল ফাসবেন্ডার (ইংরেজি: Michael Fassbender; জন্ম: ২ এপ্রিল, ১৯৭৭) হলেন জার্মানিতে জন্মগ্রহণকারী আইরিশ অভিনেতা। তার চলচ্চিত্রে অভিষেক হয় থ্রি হানড্রেড চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। হাঙ্গার (২০০৮) ছবিতে তার কাজের জন্য তিনি প্রথম পরিচিতি লাভ করেন এবং ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম পুরস্কার লাভ করেন। তার পরবর্তী চলচ্চিত্রসমূহ হল ফিশ ট্যাংক (২০০৯), ইনগ্লোরিয়াস বাস্টার্ডস (২০০৯), জেন আইয়ার (২০১১), আ ডেঞ্জারাস মেথড (২০১১), প্রমিথিউস (২০১২) ও এর অনুবর্তী পর্ব অ্যালিয়েন: কভেনেন্ট (২০১৭)।
মাইকেল ফাসবেন্ডার | |
---|---|
Michael Fassbender | |
জন্ম | |
জাতীয়তা | আইরিশ[১][২][৩][৪] |
মাতৃশিক্ষায়তন | ড্রামা সেন্টার লন্ডন |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০১–বর্তমান |
আদি নিবাস | ফসা, কাউন্টি কেরি, আয়ারল্যান্ড |
দাম্পত্য সঙ্গী | আলিসিয়া ভিকান্দার (বি. ২০১৭) |
২০১১ সালে তিনি মার্ভেল কমিকসের এক্স-মেন: ফার্স্ট ক্লাস চলচ্চিত্রে ম্যাগনেটো চরিত্রে অভিনয় করেন এবং এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্ট (২০১৪) ও এক্স-মেন: অ্যাপোক্যালিপ্স (২০১৬) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১ সালে তিনি শেম চলচ্চিত্রে একজন যৌনাসক্তের ভূমিকায় অভিনয় করে ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভল্পি কাপ অর্জন করেন এবং গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৩ সালে টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ ছবিতে ক্রীতদাসদের মনিব এডউইন এপস চরিত্রে অভিনয় করেন সমাদৃত হন এবং তার প্রথম শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি রিডলি স্কট পরিচালিত দ্য কাউন্সেলর (২০১৩), ড্যানি বয়েল পরিচালিত স্টিভ জবস (২০১৫) ও ম্যাকবেথ (২০১৫) ছবিতে কাজ করেন। স্টিভ জবস ছবিতে তার ভূমিকার জন্য তিনি একাডেমি, গোল্ডেন গ্লোব, বাফটা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
২০১৭ সালে তিনি অভিনেত্রী আলিসিয়া ভিকান্দারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Aitkenhead, Decca (২২ অক্টোবর ২০১৬)। "Michael Fassbender: 'I was a bit of a worrywart. I've tried to work on that'"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮।
- ↑ "Michael Fassbender jokes about British claiming him"। আরটিই। ২২ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮।
- ↑ Cuddihy, Tony (২২ অক্টোবর ২০১৬)। "Michael Fassbender: "I consider myself Irish - definitely not British"" (ইংরেজি ভাষায়)। জো। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮।
- ↑ Murphy, Sarah-Jane (১৫ ডিসেম্বর ২০১৫)। "Backlash as Colin Farrell, Saoirse Ronan and Michael Fassbender named as 'British' stars at London film awards"। আইরিশ ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮।
- ↑ "X-Men star buys £1.7 million hidden hilltop holiday home in Portugal" (ইংরেজি ভাষায়)। হোমস অ্যান্ড প্রোপার্টি। ১৭ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মাইকেল ফাসবেন্ডার (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে মাইকেল ফাসবেন্ডার (ইংরেজি)