মাইকেল কর্নেলিস উড

নিউজিল্যান্ডীয় ফুটবল খেলোয়াড়

মাইকেল কর্নেলিস উড (ইংরেজি: Michael Woud; জন্ম: ১৬ জানুয়ারি ১৯৯৯; মাইকেল উড নামে সুপরিচিত) হলেন একজন নিউজিল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নেদারল্যান্ডস পেশাদার ফুটবল লীগের দ্বিতীয় স্তর এরস্টে ডিভিজির ক্লাব আলমেরে সিটি এবং নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

মাইকেল উড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাইকেল কর্নেলিস উড[১]
জন্ম (1999-01-16) ১৬ জানুয়ারি ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান অকল্যান্ড, নিউজিল্যান্ড
উচ্চতা ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আলমেরে সিটি
জার্সি নম্বর ২২
যুব পর্যায়
0000–২০১৪ ওয়াইটাকেরে সিটি
২০১৫ বে অলিম্পিক
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫ বে অলিম্পিক
২০১৫–২০১৮ সান্ডারল্যান্ড (০)
২০১৮–২০২১ ভিলেম ২ (০)
২০২০–২০২১আলমেরে সিটি (ধার) ২১ (০)
২০২১– আলমেরে সিটি ১৭ (০)
জাতীয় দল
২০১৫ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৭ (০)
২০১৭–২০১৯ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ ১২ (০)
২০২১– নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২৩ (০)
২০১৮– নিউজিল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৩৫, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩৫, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৫ সালে, উড নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নিউজিল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৮ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নিউজিল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিগতভাবে, উড বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৬ ওএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গোল্ডেন গ্লাভস জয় অন্যতম।[২] দলগতভাবে, উড এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার উভয়ই নিউজিল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মাইকেল কর্নেলিস উড ১৯৯৯ সালের ১৬ই জানুয়ারি তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

উড জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "FIFA U-20 World Cup Poland 2019: List of Players: New Zealand" (পিডিএফ)। FIFA। ১৩ জুন ২০১৯। পৃষ্ঠা 11। ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "New Zealand seal sixth title"Oceania Football Confederation। ১৬ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১ 
  3. "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃষ্ঠা ১২। 
  4. "Squads named for Tokyo 2020" [টোকিও ২০২০-এর দল ঘোষণা]। nzfootball.co (ইংরেজি ভাষায়)। নিউজিল্যান্ড ফুটবল। ২৫ জুন ২০২১। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা