মাইকেল অতুল ডি'রোজারিও

বাংলাদেশী রোমান ক্যাথলিক বিশপ
(মাইকেল আতুল ডি রোজারিও থেকে পুনর্নির্দেশিত)

মাইকেল অতুল ডি'রোজারিও (২৩ নভেম্বর ১৯২৫ – ২৪ ফেব্রুয়ারি ২০১৬) ছিলেন একজন রোমান ক্যাথলিক ধর্মযাজক। তিনি ১৯৭০ থেকে ২০০৫ সাল পর্যন্ত খুলনা রোমান ক্যাথলিক অঞ্চলের বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

মাইকেল অতুল ডি'রোজারিও
বিশপ
খুলনার এমেরিটাস বিশপ
গির্জারোমান ক্যাথলিক গির্জা
বিশপের এলাকাখুলনা রোমান ক্যাথলিক ধর্মপ্রদেশ
স্থাপিত১৯ ফেব্রুয়ারি ২০০৫
মেয়াদ শেষ২৪ ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য পদখুলনার বিশপ(১৯৭০-২০০৫)
আদেশ
বিন্যাস১০ জুন ১৯৫৩
পবিত্রকরণ১৩ ডিসেম্বর ১৯৭০
থিওটোনিয়াস অমল গাঙ্গুলী দ্বারা
মর্যাদাক্রমবিশপ
ব্যক্তিগত বিবরণ
জন্ম নামমাইকেল অতুল ডি'রোজারিও
জন্ম(১৯২৫-১১-২৩)২৩ নভেম্বর ১৯২৫
নয়নশ্রী
মৃত্যু২৪ ফেব্রুয়ারি ২০১৬(2016-02-24) (বয়স ৯০)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
গোষ্ঠীনামরোমান ক্যাথলিক
বাসস্থানঢাকা, বাংলাদেশ
নীতিবাক্যইংরেজি: Do What Is Right

প্রাথমিক জীবন সম্পাদনা

মাইকেল অতুল ডি'রোজারিও ১৯২৫ সালের ২৩ নভেম্বর ঢাকার নয়নশ্রীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভিনসেন্ট সাধু ডি'রোজারিও এবং মাতার নাম ডোমিঙ্গা গমেজ। ১৯৩৯ সালে বান্দুরার লিটল ফ্লাওয়ার সেমিনারিতে প্রবেশের মাধ্যমে খ্রিস্টধর্ম সম্পর্কে তার জ্ঞানার্জনের সূচনা হয়।[২]

ধর্মীয় জীবন সম্পাদনা

মাইকেল বাংলাদেশের খুলনা রোমান ক্যাথলিক ধর্মপ্রদেশের অবসরপ্রাপ্ত ধর্মপাল ছিলেন। ১৯৫৩ সালের ৬ জুন ইন্ডিয়ানার সেক্রেড হার্ট গির্জায় তার যাজকীয় অভিষেক হয়।[৩][৪] এরপর থেকে তিনি গির্জার পুরোহিত, কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট, সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক[৫] এবং ঢাকার নটর ডেম কলেজের যুক্তিবিদ্যা বিভাগে শিক্ষকতা[২] সহ বিভিন্ন মিশনারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের ১৩ ডিসেম্বর তিনি খুলনার বিশপ হিসেবে মনোনীত হন। পরবর্তীতে, ২০০৫ সালে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন।[৬]

যাহা কিছু করবো,ভালো করে করবো,

কাজ যদি কাঁচা হয়, শরমেতে মরবো। রবিবার প্রভুর দিন, খ্রিস্টযাগে যোগ দিন।

প্রতিদিন সন্ধ্যাবেলা, প্রতি গৃহে জপমালা।

— মাইকেল আতুল ডি রোজারিও[তথ্যসূত্র প্রয়োজন]

মৃত্যু সম্পাদনা

মাইকেল ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেন। তাকে খুলনার সেন্ট যোসেফ'স ক্যাথিড্রাল প্রাঙ্গনে সমাহিত করা হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Diocese of Khulna, Bangladesh"GCatholic। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৩ 
  2. "Bangladeshi Bishop D'Rozario of Khulna dies at 91"Vatican Radio। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৩ 
  3. "Bishop Michael Atul D'Rozario"Catholic-Hierarchy। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৩ 
  4. "I nurtured my dream of a selfdependent local church"UCA news (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৩ 
  5. "আমাদের পরিচিতি"সাপ্তাহিক প্রতিবেশী। ২০২০-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৩ 
  6. "Bishop of Khulna resigns, the Pope appoints new Bishop"Agenzia Fides। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৩ 
ক্যাথলিক চার্চ উপাধি
পূর্বসূরী
বিজয় নিসেফোরাস ডি'ক্রুজ
খুলনার বিশপ
১৯৭০–২০০৫
উত্তরসূরী
দান্তে বাত্তালিয়েরিন