মহিষাবান ইউনিয়ন

বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন

মহিষাবান ইউনিয়ন বগুড়া জেলার গাবতলী উপজেলার একটি ইউনিয়ন।[১]

মহিষাবান
ইউনিয়ন
মহিষাবান রাজশাহী বিভাগ-এ অবস্থিত
মহিষাবান
মহিষাবান
মহিষাবান বাংলাদেশ-এ অবস্থিত
মহিষাবান
মহিষাবান
বাংলাদেশে মহিষাবান ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৯′১৯″ উত্তর ৮৯°২৮′১২″ পূর্ব / ২৪.৮২১৯৪° উত্তর ৮৯.৪৭০০০° পূর্ব / 24.82194; 89.47000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাগাবতলী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ আব্দুল মজিদ মন্ডল
জনসংখ্যা (আদমশুমারী ২০১১)
 • মোট৩৭,০০০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

প্রশাসনিক অঞ্চলসমূহ সম্পাদনা

এই ইউনিয়ন নিম্নলিখিত গ্রাম নিয়ে গঠিত:

  • মহিষাবান
  • পার রানির পাড়া
  • রানীর পাড়া
  • সোনাকানিয়া
  • ধর্মগাছা
  • দড়িসোনাকনিয়া
  • পেড়ী
  • ধোড়া
  • কর্নিপাড়া
  • গুড়টুপনগর
  • নিশিন্দারা
  • মড়িয়া
  • রাঘবপুর

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

বগুড়া শহর হতে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত মহিষাবান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি। এখানে আসার জন্য রিক্সা, ভ্যান, সিএনজি অন্যান্য যানবাহনে আসা এবং যাওয়া করা যায়।

হাট সংখ‍্যা৩টি:মহিষাবান হাট,পেড়ী হাট ও গোলাবাড়ী হাট।

বাজার সংখ‍্যা :গোলাবাড়ী একটি বৃহত্তম বন্দর ও বাজার,পাচমাইলবাজার,মহিষাবান হাট ও বাজার,বগরিরভিটা বাজার(মহিষাবান)।

বিদ‍্যালয় সংখ‍্যা:মহিষাবান বহুমুখী উচ্চ বিদ‍্যালয়,মড়িয়া আর এম পি উচ্চ বিদ‍্যালয়,পার রানীর পাড়া উচ্চ বিদ‍্যালয়।প্রাথমিক বিদ‍্যালয় ১৫ টি।আলিম মাদ্রাসা ১ টি,দাখিল মাদ্রাসা ৪ টি,ইবতেদায়ী মাদ্রাসা ২ টি,হাফেজীয়া মাদ্রাসা ৪টি। অতীতের চেয়ারম্যান গণ:কামাল উদ্দীন মন্ডল, দীরেস মন্ডল,কলিম উদ্দিন আকন্দ,হোসেন আলী আকন্দ,মোজাম্মেল হক,ইজার উদ্দীন,নজীর উদ্দিন মন্ডল,ইয়াছিন আলী কিনা মন্ডল,মোতাহার হোসেন মন্ডল,নুরুল ইসলাম,আমিনুল ইসলাম এবং বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মন্ডল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মহিষাবান ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ২৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯