মহিলা কলেজ চট্টগ্রাম

মহিলা কলেজ চট্টগ্রাম (এনায়েত বাজার মহিলা কলেজ নামে অধিক পরিচিত) চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নারী-শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি ১৯৭০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষাপ্রদান করে।[১]

মহিলা কলেজ চট্টগ্রাম
এনায়েত বাজার মহিলা কলেজ
ধরনবেসরকারি
স্থাপিত১৯৭০; ৫৪ বছর আগে (1970)
অধিভুক্তিচট্টগ্রাম শিক্ষা বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষতহুরীন সবুর ডালিয়া
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৬৩ জন
শিক্ষার্থীআনু. ২৭০০
ঠিকানা
৪৯, এনায়েত বাজার
, ,
৪০০০
,
২২°২০′২৯″ উত্তর ৯১°৪৯′৪৭″ পূর্ব / ২২.৩৪১৪০৪৯° উত্তর ৯১.৮২৯৬৩১১° পূর্ব / 22.3414049; 91.8296311
ওয়েবসাইট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "History - Mahila College Chattogram"www.mcc.edu.bd (ইংরেজি ভাষায়)। 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা