মহাবীর সিংহ (সমাজ সংস্কারক)

বিচারপতি মহাবীর সিংহ (১৯২০-১৯৯৭) ছিলেন একজন ভারতীয় ন্যায়বিচার, আইনের কর্তৃপক্ষ এবং ভারতের সমাজ সংস্কারক। তিনি ১৯৭৭ সাল থেকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৭ সালে তার মৃত্যুর আগে পর্যন্ত [১] মতামত প্রদান অব্যাহত রাখেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Aggarwala, Adish C. (১৯৯৩)। Rajiv Gandhi: An Assessment। Amish Publications। পৃষ্ঠা 137। আইএসবিএন 9788190028905