মহাত্মা গান্ধীর পরিবার

গান্ধীর পরিবার

মহাত্মা গান্ধীর পরিবার হলো মোহনদাস করমচাঁদ গান্ধী (২ অক্টোবর ১৮৬৯ - ৩০ জানুয়ারি ১৯৪৮)-র পরিবার। গান্ধী ছিলেন ব্রিটিশের শাসনকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের মুখ্য পথপ্ৰদৰ্শক এবং বিশিষ্ট সম্মাননীয় নেতা। তিনি ভারতে এবং বিশ্ব জুড়ে মহাত্মা (মহান আত্মা) এবং বাপু (বাবা) নামে পরিচিত। ভারত সরকার তাকে সম্মান জানিয়ে জাতির জনক হিসেবে ঘোষণা করেছে।[১][২][৩][৪] ১৯৪৭ সালের ২৮ এপ্রিল সরোজিনী নাইডুও গান্ধীকে জাতির জনক বলে উল্লেখ করেছিলেন।[৫] ১৯৩১ সালে পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে গান্ধীজির পত্রালাপ হয়। গান্ধীর কাছে লেখা এক চিঠিতে আইনস্টাইন গান্ধীকে “আগামী প্রজন্মের জন্য আদর্শ” (a role model for the generations to come) হিসাবে বর্ণনা করেন।

গান্ধী পরিবার
মোহনদাস করমচাঁদ গান্ধী
বর্তমান অঞ্চল ভারত
উৎপত্তির স্থানগুজরাত, ভারত
সদস্যকরমচাঁদ উত্তমচাঁদ গান্ধী (পিতা)
মোহনদাস গান্ধী
কস্তুরবা গান্ধী (স্ত্রী)
হরিলাল গান্ধী (পুত্র)
মণিলাল গান্ধী (পুত্র)
রামদাস গান্ধী (পুত্র)
দেবদাস গান্ধী (পুত্র)
সংযুক্ত সদস্যরাজমোহন গান্ধী (পৌত্র)
গোপালকৃষ্ণ গান্ধী (পৌত্র)
রামচন্দ্ৰ গান্ধী (পৌত্র)
অরুণ মণিলাল গান্ধী (পৌত্র)
তুষার গান্ধী (পপৌত্র)
শান্তি গান্ধী(পপৌত্র)
সংযুক্ত পরিবারচক্রবর্তী রাজাগোপালাচারী
বৈশিষ্ট্যজাতির জনক (মহাত্মা গান্ধী)
ঐতিহ্যহিন্দু
জমিদারিগান্ধী স্মৃতি
মোহনদাস করমচাঁদ গান্ধীর বংশতালিকা। সূত্র: গান্ধী আশ্রম সবরমতী

১৮৮৩ সালে মাত্র ১৩ বছর বয়সে মহাত্মা গান্ধী তার বাবা মায়ের পছন্দে কস্তুরবা মাখাঞ্জীকে (কাস্তুবাই নামেও পরিচিত ছিলেন) বিয়ে করেন। ১৮৮৫ সালে গান্ধী এবং তার স্ত্রী কস্তুরবা এর প্রথম সন্তান জন্ম নেয়। তবে সেই সন্তান মাত্র কয়েকদিন বেঁচে ছিলেন। এরপর তাদের চার পুত্র সন্তান জন্মায়। তাদের নাম যথাক্রমে হরিলাল গান্ধী, (জন্ম ১৮৮৮) মনিলাল গান্ধী, (জন্ম ১৮৯২) রামদাস গান্ধী (জন্ম ১৮৯৭) এবং দেবদাস গান্ধী (জন্ম ১৯০০)।[৬]

প্ৰথম প্ৰজন্ম সম্পাদনা

  • করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী (১৮২২ - ১৮৮৫)

দ্বিতীয় প্ৰজন্ম সম্পাদনা

তৃতীয় প্ৰজন্ম সম্পাদনা

  • হরিলাল গান্ধী (১৮৮৮ - ১৯৪৮)
  • মণিলাল গান্ধী (১৮৯২ - ১৯৫৬)
  • রামদাস গান্ধী (১৮৯৭ - ১৯৬৯)
  • দেবদাস গান্ধী (১৯০০ - ১৯৫৭)
  • মগনলাল গান্ধী (১৮৮৩ - ১৯২৮)
  • সমলদাস গান্ধী (১৮৯৭ - ১৯৫৩)

চতুৰ্থ প্ৰজন্ম সম্পাদনা

  • রাজমোহন গান্ধী (১৯৩৫ - )
  • গোপালকৃষ্ণ গান্ধী (১৯৪৫ - )
  • রামচন্দ্ৰ গান্ধী (১৯৩৭ - ২০০৭)
  • অরুণ মণিলাল গান্ধী (১৯৩৪ - )
  • ইলা গান্ধী (১৯৪০ - )
  • কানু গান্ধী (ফটোগ্ৰাফার) (১৯১৭ - ১৯৮৬)
  • কানু গান্ধী (বৈজ্ঞানিক) (১৯২৮ - ২০১৬)

পঞ্চম প্ৰজন্ম সম্পাদনা

  • তুষার গান্ধী (১৯৬০ - )
  • শান্তি গান্ধী (১৯৪০ - )
  • লীলা গান্ধী (১৯৬৬ - )
  • কীৰ্তি মেনন (১৯৫৯ - )

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Gandhi not formally conferred 'Father of the Nation' title: Govt - Indian Express"archive.indianexpress.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৯ 
  2. Oct 26, PTI | Updated:; 2012; Ist, 9:25। "Constitution doesn't permit 'Father of the Nation' title: Government | India News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৯ 
  3. "Crusade with arms"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০০০-০২-০১। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৯ 
  4. "10-year-old's RTI on 'Father of the Nation' title for Gandhi"NDTV.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৯ 
  5. "Father of The Nation"Hindustan Times। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  6. Mohanty, Rekha (২০১১)। "From Satya to Sadbhavna" (পিডিএফ)Orissa Review (January 2011): 45–49। ১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১২