মর্তুজা হোসেন মোল্লা
মর্তুজা হোসেন মোল্লা (১৯৩৯-২০১৭) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও তৎকালীন কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য।[১]
মর্তুজা হোসেন মোল্লা | |
---|---|
তৎকালীন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | এ. ডব্লিউ. এম. আব্দুল হক |
উত্তরসূরী | মোহাম্মদ এ. আকিম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৩৯ ঘনিয়ারচর গ্রাম, হোমনা উপজেলা, কুমিল্লা জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১৬ সেপ্টেম্বর ২০১৭ ঢাকা |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
প্রাক্তন শিক্ষার্থী | নটর ডেম কলেজ ঢাকা কলেজ |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনামর্তুজা হোসেন মোল্লা ১৯৩৯ সালে কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বজলুল হুদা। ১৯৫৫ সালে হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে নটরডেম কলেজ থেকে এইচএসচি ও ঢাকা কলেজ থেকে বিএ পাশ করেন। পরবর্তীতে বিএড ডিগ্রি অর্জন করেন।[২]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনামর্তুজা হোসেন মোল্লা ১৯৬৩ সালে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ১৯৭৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন পরাজিত হন। ১৯৭৮ সালে জাগদলের রাজনীতিতে যোগ দিয়ে তিনি হোমনা উপজেলা জাগদলের যুগ্মআহ্বায়ক ছিলেন।[২]
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[১] ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদিয়ে তিনি কুমিল্লা-১ আসন থেকে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন পরাজিত হন।[৩]
পারিবারিক জীবন
সম্পাদনামর্তুজা হোসেন মোল্লার বড় মেয়ে ফাতেহা নূর বিসিআইসি কলেজের শিক্ষক, মেজো মেয়ে ফাতেমা নূর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক এবং ছোট মেয়ে আসমা নূর ইউসিবিএল ব্যংকের সিনিয়র এক্সিকিউটিভ।[৩]
মৃত্যু
সম্পাদনামর্তুজা হোসেন মোল্লা ১৬ সেপ্টেম্বর ২০১৭ সালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "কুমিল্লা (হোমনা- দাউদকান্দি) আসনের সাবেক এমপি মর্তুজা হোসেন মোল্লা আর নেই"। দৈনিক কুমিল্লার কাগজ। ১৭ সেপ্টেম্বর ২০১৭। ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "মর্তুজা হোসেন মোল্লা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০।