মরিয়মনগর ইউনিয়ন

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার একটি ইউনিয়ন

মরিয়মনগর বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

মরিয়মনগর
ইউনিয়ন
৪নং মরিয়মনগর ইউনিয়ন পরিষদ
মরিয়মনগর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মরিয়মনগর
মরিয়মনগর
মরিয়মনগর বাংলাদেশ-এ অবস্থিত
মরিয়মনগর
মরিয়মনগর
বাংলাদেশে মরিয়মনগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৭′৫৪″ উত্তর ৯২°৫′১২″ পূর্ব / ২২.৪৬৫০০° উত্তর ৯২.০৮৬৬৭° পূর্ব / 22.46500; 92.08667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাঙ্গুনিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমুজিবুল হক হিরু
আয়তন
 • মোট৬.১৪ বর্গকিমি (২.৩৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৮,৬৫৮
 • জনঘনত্ব৩,০০০/বর্গকিমি (৭,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫.৬১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

মরিয়মনগর ইউনিয়নের আয়তন ১৫১৬ একর (৬.১৪ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মরিয়মনগর ইউনিয়নের লোকসংখ্যা ১৮,৬৫৮ জন। এর মধ্যে পুরুষ ৯,৪৫১ জন এবং মহিলা ৯,২০৭ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

রাঙ্গুনিয়া উপজেলার মধ্যভাগে মরিয়মনগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন; উত্তরে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন; পশ্চিমে রাঙ্গুনিয়া পৌরসভা এবং দক্ষিণে কর্ণফুলী নদী, শিলক ইউনিয়নকোদালা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

মরিয়মনগর ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।[]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামসমূহ হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ী
২নং ওয়ার্ড গাজী রশিদিয়া পাড়া, আমির কুলাল পাড়া
৩নং ওয়ার্ড শেখ পাড়া, পাঁচ বাড়ী (আমিরিয়া পাড়া, মৌলভী পাড়া, আদর্শ শেখ পাড়া)
৪নং ওয়ার্ড মরম পাড়া, ফুলগাজী পাড়া (আংশিক), সওদাগর পাড়া (আংশিক)
৫নং ওয়ার্ড সওদাগর পাড়া
৬নং ওয়ার্ড ফুলগাজী পাড়া (আংশিক), মাইজপাড়া (আংশিক)
৭নং ওয়ার্ড ফরাশ পাড়া, মাইজপাড়া (আংশিক)
৮নং ওয়ার্ড কাটাখালী
৯নং ওয়ার্ড নজরের টিলা

[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

মরিয়মনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৬১%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • নজরের টিলা আবদুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মরিয়ম নগর আলিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মরিয়মনগর কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মরিয়মনগর ফরাশপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মরিয়মনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

কিন্ডারগার্টেন
  • এইচ আর বি কেজি স্কুল
  • গোল্ডেন ফিউচার কেজি স্কুল
  • মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুল
  • মরিয়মনগর কেজি স্কুল
  • স্কাই টাচ কেজি স্কুল এন্ড কলেজ

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

মরিয়মনগর ইউনিয়নের প্রধান সড়ক চট্টগ্রাম-কাপ্তাই সড়ক। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ অন্যান্য সড়কে রিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সা যোগে চলাচল করা যায়। নৌপথেও এ ইউনিয়ন থেকে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণাংশে অবস্থিত ইউনিয়নগুলোর সাথে যোগাযোগ করা যায়।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • পাগলা মামার মাজার

[]

  • রহমানিয়া ইসলামীক কমপ্লেক্স
  • রহমানিয়া ঈদগাহ ময়দান
  • বায়তুল মেশাররফ জামে মসজিদ

খাল ও নদী

সম্পাদনা

মরিয়মনগর ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী। এছাড়াও রয়েছে কাটাখালী।[]

হাট-বাজার

সম্পাদনা

মরিয়মনগর ইউনিয়নের প্রধান বাজার হল মরিয়মনগর ডেইলি বাজার।[]

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা
  • শাহছুফি মাওলানা নজিবুল্লাহ শাহ – সুফি সাধক
  • শাহছুফি হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান রাহঃ – সুফি সাধক
  • শাহছুফি মাওলানা রফিক আহমদ আল কাদেরী রাহঃ – সুফি সাধক
  • মাহাথির মোহাম্মদের দাদা, নাবিক
  • নুরুচ্ছাফা নঈমী – সুফি সাধক।
  • বিসমিল্লাহ শাহ – সুফি সাধক।
  • রাহাতুল্লাহ নকশবন্দী – সুফি সাধক।
  • মৌলভি আহমদ
  • পীরে কামেল শাহছুফি হাফেজ মাওলানা আবু শাহ ওলি আল-কাদেরী মা.জি.আ. – সুফি পীর
  • মাহমুদ শাহ্‌ কোরাইশি
  • মুহাম্মদ ইউসুফ – সাবেক সংসদ সদস্য
  • আব্দুস ছোহবান সওদাগর – সমাজ সেবক
  • আবদুল জব্বার – সাবেক উপজেলা চেয়ারম্যান
  • মাওলানা সাইফুল হক মাষ্টার - শিক্ষানুরাগী
  • আলহাজ্ব অধ্যাপক মহিউদ্দীন - শিক্ষানুরাগী
  • এম এম শাহ আলমগীর - শিক্ষাবিদ, প্রধান শিক্ষক
  • এডভোকেট জাহাগীর শাহ - আইন বিশারদ
  • অধ্যাপক রোকন উদ্দীন - প্রফেসর, শিক্ষাবিদ

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মুহাম্মদ মুজিবুল হক
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ ওয়াজ উদ্দীন মাতব্বর ১৯৪০-১৯৫২
০২ মোহাম্মদ আশরাফ আলী (প্রেসিডেন্ট) ১৯৫২-১৯৫৪
০৩ মৌলভী গণি মিয়া (প্রেসিডেন্ট) ১৯৫৪-১৯৫৭
০৪ আবদুল আজিজ (প্রেসিডেন্ট) ১৯৫৭-১৯৬০
০৫ মৌলভী আহমদ ১৯৬০-১৯৭০
০৬ ডাঃ সালেহ আহম্মদ (রিলিপ কমিটি) ১৯৭১-১৯৭২
০৭ মুবিনুল হক ১৯৭৩-১৯৭৭
০৮ জামাল উদ্দীন ১৯৭৮-১৯৮৪
০৯ লোকমানুল হক ১৯৮৪-১৯৮৭
১০ এম এ জব্বার ১৯৮৭-১৯৯০
মোহাম্মদ ইসমাইল (ভারপ্রাপ্ত) ১৯৯০
১১ আবদুল মালেক ১৯৯০-১৯৯২
১২ নজরুল কাদের ১৯৯২-১৯৯৮
১৩ লোকমানুল হক ১৯৯৮-২০০৩
১৪ মোহাম্মদ হোসেন ২০০৩-২০০৭
মুজিবুর রহমান (ভারপ্রাপ্ত) ২০০৭
১৫ মোহাম্মদ হোসেন ২০০৭-২০০৯
মুজিবুর রহমান (ভারপ্রাপ্ত) ২০০৯-২০১১
১৬ মোহাম্মদ হোসেন মামলা জটিলতারর কারণে শপথ নিতে পারেন নি
মোহাম্মদ সেলিম (ভারপ্রাপ্ত) ২০১১-২০১৯ (সীমানা জটিলতার কারণে ২০১৬ সালে নির্বাচন হয নি)
১৭ মুহাম্মদ মুজিবুল হক ২০২০-

[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রাঙ্গুনিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "একনজরে মরিয়ম নগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"mariumnagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"mariumnagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 
  4. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41112&union=04[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "দর্শনীয়স্থান - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"mariumnagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 
  6. "খাল ও নদী - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"mariumnagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 
  7. "হাট বাজারের তালিকা - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"mariumnagarup.chittagong.gov.bd 
  8. "পূর্বতন চেয়ারম্যান বৃন্দ - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"mariumnagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা