মরিয়মনগর ইউনিয়ন
মরিয়মনগর বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
মরিয়মনগর | |
---|---|
ইউনিয়ন | |
৪নং মরিয়মনগর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মরিয়মনগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৭′৫৪″ উত্তর ৯২°৫′১২″ পূর্ব / ২২.৪৬৫০০° উত্তর ৯২.০৮৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাঙ্গুনিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মুজিবুল হক হিরু |
আয়তন | |
• মোট | ৬.১৪ বর্গকিমি (২.৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৬৫৮ |
• জনঘনত্ব | ৩,০০০/বর্গকিমি (৭,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.৬১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনামরিয়মনগর ইউনিয়নের আয়তন ১৫১৬ একর (৬.১৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মরিয়মনগর ইউনিয়নের লোকসংখ্যা ১৮,৬৫৮ জন। এর মধ্যে পুরুষ ৯,৪৫১ জন এবং মহিলা ৯,২০৭ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনারাঙ্গুনিয়া উপজেলার মধ্যভাগে মরিয়মনগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন; উত্তরে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন; পশ্চিমে রাঙ্গুনিয়া পৌরসভা এবং দক্ষিণে কর্ণফুলী নদী, শিলক ইউনিয়ন ও কোদালা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনামরিয়মনগর ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামসমূহ হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | পূর্ব সৈয়দবাড়ী |
২নং ওয়ার্ড | গাজী রশিদিয়া পাড়া, আমির কুলাল পাড়া |
৩নং ওয়ার্ড | শেখ পাড়া, পাঁচ বাড়ী (আমিরিয়া পাড়া, মৌলভী পাড়া, আদর্শ শেখ পাড়া) |
৪নং ওয়ার্ড | মরম পাড়া, ফুলগাজী পাড়া (আংশিক), সওদাগর পাড়া (আংশিক) |
৫নং ওয়ার্ড | সওদাগর পাড়া |
৬নং ওয়ার্ড | ফুলগাজী পাড়া (আংশিক), মাইজপাড়া (আংশিক) |
৭নং ওয়ার্ড | ফরাশ পাড়া, মাইজপাড়া (আংশিক) |
৮নং ওয়ার্ড | কাটাখালী |
৯নং ওয়ার্ড | নজরের টিলা |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনামরিয়মনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৬১%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা
- মরিয়মনগর ইসলামিয়া আলিম মাদ্রাসা
- রফিকুল কোরআন হেফজখানা
- ফাতেমীয়া এতিম মন্জিল একাডেমী
- রহমানিয়া ফোরকানীয়া মাদ্রাসা
- রিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা
- গাউসিয়া লুৎফর নূর সুন্নিয়া মাদ্রাসা
- তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- নজরের টিলা আবদুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরিয়ম নগর আলিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরিয়মনগর কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরিয়মনগর ফরাশপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরিয়মনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- এইচ আর বি কেজি স্কুল
- গোল্ডেন ফিউচার কেজি স্কুল
- মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুল
- মরিয়মনগর কেজি স্কুল
- স্কাই টাচ কেজি স্কুল এন্ড কলেজ
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনামরিয়মনগর ইউনিয়নের প্রধান সড়ক চট্টগ্রাম-কাপ্তাই সড়ক। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ অন্যান্য সড়কে রিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সা যোগে চলাচল করা যায়। নৌপথেও এ ইউনিয়ন থেকে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণাংশে অবস্থিত ইউনিয়নগুলোর সাথে যোগাযোগ করা যায়।
দর্শনীয় স্থান
সম্পাদনা- পাগলা মামার মাজার
- রহমানিয়া ইসলামীক কমপ্লেক্স
- রহমানিয়া ঈদগাহ ময়দান
- বায়তুল মেশাররফ জামে মসজিদ
খাল ও নদী
সম্পাদনামরিয়মনগর ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী। এছাড়াও রয়েছে কাটাখালী।[৬]
হাট-বাজার
সম্পাদনামরিয়মনগর ইউনিয়নের প্রধান বাজার হল মরিয়মনগর ডেইলি বাজার।[৭]
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- শাহছুফি মাওলানা নজিবুল্লাহ শাহ – সুফি সাধক
- শাহছুফি হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান রাহঃ – সুফি সাধক
- শাহছুফি মাওলানা রফিক আহমদ আল কাদেরী রাহঃ – সুফি সাধক
- মাহাথির মোহাম্মদের দাদা, নাবিক
- নুরুচ্ছাফা নঈমী – সুফি সাধক।
- বিসমিল্লাহ শাহ – সুফি সাধক।
- রাহাতুল্লাহ নকশবন্দী – সুফি সাধক।
- মৌলভি আহমদ
- পীরে কামেল শাহছুফি হাফেজ মাওলানা আবু শাহ ওলি আল-কাদেরী মা.জি.আ. – সুফি পীর
- মাহমুদ শাহ্ কোরাইশি
- মুহাম্মদ ইউসুফ – সাবেক সংসদ সদস্য
- আব্দুস ছোহবান সওদাগর – সমাজ সেবক
- আবদুল জব্বার – সাবেক উপজেলা চেয়ারম্যান
- মাওলানা সাইফুল হক মাষ্টার - শিক্ষানুরাগী
- আলহাজ্ব অধ্যাপক মহিউদ্দীন - শিক্ষানুরাগী
- এম এম শাহ আলমগীর - শিক্ষাবিদ, প্রধান শিক্ষক
- এডভোকেট জাহাগীর শাহ - আইন বিশারদ
- অধ্যাপক রোকন উদ্দীন - প্রফেসর, শিক্ষাবিদ
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মুহাম্মদ মুজিবুল হক
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | ওয়াজ উদ্দীন মাতব্বর | ১৯৪০-১৯৫২ |
০২ | মোহাম্মদ আশরাফ আলী (প্রেসিডেন্ট) | ১৯৫২-১৯৫৪ |
০৩ | মৌলভী গণি মিয়া (প্রেসিডেন্ট) | ১৯৫৪-১৯৫৭ |
০৪ | আবদুল আজিজ (প্রেসিডেন্ট) | ১৯৫৭-১৯৬০ |
০৫ | মৌলভী আহমদ | ১৯৬০-১৯৭০ |
০৬ | ডাঃ সালেহ আহম্মদ (রিলিপ কমিটি) | ১৯৭১-১৯৭২ |
০৭ | মুবিনুল হক | ১৯৭৩-১৯৭৭ |
০৮ | জামাল উদ্দীন | ১৯৭৮-১৯৮৪ |
০৯ | লোকমানুল হক | ১৯৮৪-১৯৮৭ |
১০ | এম এ জব্বার | ১৯৮৭-১৯৯০ |
মোহাম্মদ ইসমাইল (ভারপ্রাপ্ত) | ১৯৯০ | |
১১ | আবদুল মালেক | ১৯৯০-১৯৯২ |
১২ | নজরুল কাদের | ১৯৯২-১৯৯৮ |
১৩ | লোকমানুল হক | ১৯৯৮-২০০৩ |
১৪ | মোহাম্মদ হোসেন | ২০০৩-২০০৭ |
মুজিবুর রহমান (ভারপ্রাপ্ত) | ২০০৭ | |
১৫ | মোহাম্মদ হোসেন | ২০০৭-২০০৯ |
মুজিবুর রহমান (ভারপ্রাপ্ত) | ২০০৯-২০১১ | |
১৬ | মোহাম্মদ হোসেন | মামলা জটিলতারর কারণে শপথ নিতে পারেন নি |
মোহাম্মদ সেলিম (ভারপ্রাপ্ত) | ২০১১-২০১৯ (সীমানা জটিলতার কারণে ২০১৬ সালে নির্বাচন হয নি) | |
১৭ | মুহাম্মদ মুজিবুল হক | ২০২০- |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "রাঙ্গুনিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ "একনজরে মরিয়ম নগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"। mariumnagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"। mariumnagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41112&union=04[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয়স্থান - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"। mariumnagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "খাল ও নদী - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"। mariumnagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"। mariumnagarup.chittagong.gov.bd।
- ↑ "পূর্বতন চেয়ারম্যান বৃন্দ - মরিয়মনগর ইউনিয়ন - মরিয়মনগর ইউনিয়ন"। mariumnagarup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৭।