ময়নামতি (বাংলা চলচ্চিত্র)
ময়নামতি ১৬ মে, ১৯৬৯ সালে (০২ জ্যৈষ্ঠ, ১৩৭৬ বঙ্গাব্দে) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পূর্বকালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। এটির চিত্রনাট্যে ও পরিচালনা করেছেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক, প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক কাজী জহির।[১]। কাহিনী ও সংলাপ লিখেছেন বাংলাদেশি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

প্রযোজনা করেছেন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রযোজক চিত্রা সিনহা। সম্পাদনা করেছেন চলচ্চিত্র সম্পাদক এবং পরিচালক বশীর হোসেন। "ময়নামতি"[২] সিনেমাতে প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন- বাংলাদেশি অভিনেতা নায়করাজ রাজ্জাক ও অভিনেত্রী সারাহ বেগম কবরী । অতিথি শিল্পী ছিলেন- বাংলাদেশি অভিনেতা আনোয়ার হোসেন। এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন- সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ, জাভেদ রহিম, চিও চৌধুরী, সাইফুদ্দিন, খান জয়নুল, আব্দুল জলিল, সবিতা, রহিমা খালা, জরিনা, ওয়াহিদা, রওশন আরা সহ আরও অনেক।[৩]

সংগীত
সম্পাদনাসংগীত পরিচালনা করেন- বশীর আহমেদ । গীতিকার ছিলেন- সৈয়দ শামসুল হক এবং গাজী মজহারুল আনোয়ার। কণ্ঠশিল্পী- সাবিনা ইয়াসমিন, মঞ্জুশ্রী রায় এবং আনোয়ার উদ্দিন খান।[৪]
গানের তালিকা
সম্পাদনাআরও তথ্য
সম্পাদনাচলচ্চিত্রের সময়কাল- ১৪৪ মিনিট (২ ঘণ্টা ২৪ মিনিট)। এটি একটি সাদা কালো (৩৫ এম এম ভার্শন) রোমান্টিক, নাট্য বাংলা সিনেমা । চলচ্চিত্রের ভাষা- বাংলা ও উর্দু । প্রযোজনা কোম্পানি- চিত্রা ফিল্মস। চলচ্চিত্রের বিতরণকারী- চিত্রা ফিল্মস (১৯৬৯, থিয়েটার) ও চ্যানেল আই[১০] (২০১৮, বাংলাদেশ টেলিভিশন)।[১১] অন্যান্য সংস্থা- রূপায়ণ পাবলিসিটি।
ছায়া অবলম্বনে নির্মাণ
সম্পাদনাময়নামতি চলচ্চিত্রের ছায়া অবলম্বনে পরিচালক জাকির হোসেন রাজু ২০১৪ সালে নির্মাণ করেন চলচ্চিত্র অনেক সাধের ময়না। বাপ্পি - মাহি জুটির এই চলচ্চিত্রটি ৭ নভেম্বর ২০১৪ মুক্তি পায়।[১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ akr4m। "চলচ্চিত্রকার কাজী জহিরের প্রয়াণ দিবস আজ"। dbcnews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "Moina Moti"। Kabori Sarwar, Abdur Razzak, Sirajul Islam, Inam Ahmed। ১৯৬৯-০৫-১৬।
- ↑ "ময়নামতি (Moinamoti) - বাংলা মুভি ডেটাবেজ | Bangla Movie Database"। বাংলা মুভি ডেটাবেজ। ২০২১-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "Moina Moti (1969) - IMDb"।
- ↑ "হরিণ হরিণ নয়ন কেন ছলো ছলো | Horin Horin Noyon Keno | Moynamoti | Rajjak | Kabori | Channel i TV"।
- ↑ "Fuler Mala Poriye Dile | ফুলের মালা পড়িয়ে দিলে | Moynamoti | Rajjak | Kabori | Channel i TV"।
- ↑ "DEKONA AMAY TUMI KACHEY DEKONA Moynamoti Movie"।
- ↑ "Ogo Bolo Mone Ki Je Dola Eshe Lage, Sabina Yasmin, Film - Moyna Moti (ময়না মতি) 1969"।
- ↑ "26. Onek Sadher Moyna - Bashir Ahmed"।
- ↑ আলো, আনন্দ (২০১৮-০৮-১৮)। "৫০ বছর পর চ্যানেল আইতে ময়নামতি"। আনন্দ আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Moina Moti (1969) - IMDb"।
- ↑ অনেক সাধের ময়না'র বিশেষ প্রদর্শনীতে রাজ্জাক-কবরী, প্রথম আলো, ১০ নভেম্বর ২০১৪