মযহারুল ইসলাম কবিতা পুরস্কার
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার বাংলা একাডেমি প্রদত্ত একটি পুরস্কার। প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের মেধাবী, খ্যাতিমান এবং প্রতিভাবান কবিদের অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এই পুরস্কার প্রদান করা হয়।[১]
ইতিহাস
সম্পাদনাবাংলা একাডেমি ২০১০ সাল থেকে মযহারুল ইসলাম কবিতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।[২] লেখক, গবেষক ও কবি মযহারুল ইসলামের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে এই পুরস্কার চালু করা হয়। এই পুরস্কারের মূল্যমান ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা, সেই সাথে সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তগণ
সম্পাদনা- আবুল হোসেন (২০১০)[৩]
- সৈয়দ শামসুল হক (২০১১)[৩]
- শহীদ কাদরী (২০১২)[৩]
- বেলাল চৌধুরী (২০১৩)[৩]
- আসাদ চৌধুরী (২০১৪)[৩]
- মোহাম্মদ রফিক (২০১৫)[৩]
- আবুবকর সিদ্দিক (২০১৬)[৩]
- রুবি রহমান (২০১৭)[১]
- মুহম্মদ নূরুল হুদা (২০১৮)[৪]
- মহাদেব সাহা (২০১৯)[৫]
- সুকুমার বড়ুয়া (২০২১)[৬]
- নির্মলেন্দু গুণ (২০২৩)[৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১৭"। banglaacademy.org.bd। ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "মযহারুল ইসলাম কবিতা পুরস্কার প্রবর্তন"। www.prothom-alo.com। ২২ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "৩. মযহারুল ইসলাম কবিতা পুরস্কার"। banglaacademy.org.bd। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "বাংলা একাডেমির ৪ পুরস্কার: বিজয়ীদের নাম ঘোষণা"। সমকাল। ১৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "বাংলা একাডেমি পরিচালিত চার পুরস্কার পাচ্ছেন যাঁরা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, বাংলা একাডেমি
- ↑ মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেলেন কবি নির্মলেন্দু গুণ, প্রথম আলো, ৫ নভেম্বর ২০২৩