মমতাজ উদ্দিন আহমেদ

বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব

এয়ার ভাইস মার্শাল মমতাজ উদ্দিন আহমেদ (২০ ডিসেম্বর ১৯৪১ – ২২ সেপ্টেম্বর ২০১৯) বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান। দিনাজপুর জেলার কসবাতে জন্ম ২০ ডিসেম্বর ১৯৪৪ সালে। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে সাহসীতার সাথে যুদ্ধ করেন।

এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত)

মমতাজ উদ্দিন আহমেদ
জন্ম২০ ডিসেম্বর ১৯৪১
কলকাতা, ব্রিটিশ ভারত
মৃত্যু২২ সেপ্টেম্বর ২০১৯(2019-09-22) (বয়স ৭৭)
ঢাকা, বাংলাদেশ
আনুগত্যপাকিস্তানপাকিস্তান (১৯৭১ সাল পর্যন্ত)
বাংলাদেশ বাংলাদেশ ( ১৯৭১ সালের পর )
সেবা/শাখাপাকিস্তান বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনী
কার্যকাল১৯৬৩-১৯৯১
পদমর্যাদা এয়ার ভাইস মার্শাল
ইউনিটনং ১৮, ৫, ২৩ পিএইচএফ স্কোয়াড্রন & বিএএফ ৫০৭ নং সিকিউএন
যুদ্ধ/সংগ্রামরান অফ কূটচ ৭ ইন্দো_পাক ওয়ার ১৯৬৫
পুরস্কারএইচআই(এম), ইমতিয়াজি সনদ, এয়ার ফোর্স ওয়ান (ইরাক)

কর্মজীবন

সম্পাদনা

মমতাজ উদ্দিন আহমেদ ১৯৬৩ সালে পাইলট হিসেবে পাকিস্তান বিমান বাহিনীর ২৩ স্কোয়াড্রন হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে সাহসীতার সাথে যুদ্ধ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সারগোধা এয়ারবেসে স্কোয়াড্রন লিডার ছিলেন এবং ১৯৭৪ সাল পর্যন্ত পাকিস্তানে যুদ্ধাবন্দি হিসাবে আটক ছিলেন। বিএএফ-তে তিনি ফ্লাইং উইংয়ের ওসি, বিএএফ একাডেমি ডিসি, বেস কমান্ডার, অপারেশন ডিরেক্টর এবং এ্যাস হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে দায়িত্ব পালন করেন। [] ২৩ জুলাই ১৯৮৭ থেকে ৪ জুন ১৯৯১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন। [] ৪ জুন ১৯৯১ সালে তিনি অবসর গ্রহণ করেন। [] তিনি ২২শে সেপ্টেম্বর ২০১৯ সালে ঢাকা সিএমএইচে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Former COAS – Bangladesh Air Force"www.baf.mil.bd। ২৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৬ 
  2. Keesing's Record of World Events (ইংরেজি ভাষায়)। Longman। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৬ 
সামরিক দপ্তর
পূর্বসূরী
এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ
বিমান বাহিনী প্রধান
(১৯৮৭–১৯৯১)
উত্তরসূরী
এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী