মমতাজ উদ্দিন আহমেদ
এয়ার ভাইস মার্শাল মমতাজ উদ্দিন আহমেদ (২০ ডিসেম্বর ১৯৪১ – ২২ সেপ্টেম্বর ২০১৯) বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান। দিনাজপুর জেলার কসবাতে জন্ম ২০ ডিসেম্বর ১৯৪৪ সালে। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে সাহসীতার সাথে যুদ্ধ করেন।
এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) মমতাজ উদ্দিন আহমেদ | |
---|---|
জন্ম | ২০ ডিসেম্বর ১৯৪১ কলকাতা, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ২২ সেপ্টেম্বর ২০১৯ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৭৭)
আনুগত্য | পাকিস্তান (১৯৭১ সাল পর্যন্ত) বাংলাদেশ ( ১৯৭১ সালের পর ) |
সেবা/ | পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী |
কার্যকাল | ১৯৬৩-১৯৯১ |
পদমর্যাদা | এয়ার ভাইস মার্শাল |
ইউনিট | নং ১৮, ৫, ২৩ পিএইচএফ স্কোয়াড্রন & বিএএফ ৫০৭ নং সিকিউএন |
যুদ্ধ/সংগ্রাম | রান অফ কূটচ ৭ ইন্দো_পাক ওয়ার ১৯৬৫ |
পুরস্কার | এইচআই(এম), ইমতিয়াজি সনদ, এয়ার ফোর্স ওয়ান (ইরাক) |
কর্মজীবন
সম্পাদনামমতাজ উদ্দিন আহমেদ ১৯৬৩ সালে পাইলট হিসেবে পাকিস্তান বিমান বাহিনীর ২৩ স্কোয়াড্রন হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে সাহসীতার সাথে যুদ্ধ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সারগোধা এয়ারবেসে স্কোয়াড্রন লিডার ছিলেন এবং ১৯৭৪ সাল পর্যন্ত পাকিস্তানে যুদ্ধাবন্দি হিসাবে আটক ছিলেন। বিএএফ-তে তিনি ফ্লাইং উইংয়ের ওসি, বিএএফ একাডেমি ডিসি, বেস কমান্ডার, অপারেশন ডিরেক্টর এবং এ্যাস হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী সদর দফতরে দায়িত্ব পালন করেন। [১] ২৩ জুলাই ১৯৮৭ থেকে ৪ জুন ১৯৯১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন। [১] ৪ জুন ১৯৯১ সালে তিনি অবসর গ্রহণ করেন। [২] তিনি ২২শে সেপ্টেম্বর ২০১৯ সালে ঢাকা সিএমএইচে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Former COAS – Bangladesh Air Force"। www.baf.mil.bd। ২৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৬।
- ↑ Keesing's Record of World Events (ইংরেজি ভাষায়)। Longman। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৬।
সামরিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ |
বিমান বাহিনী প্রধান (১৯৮৭–১৯৯১) |
উত্তরসূরী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী |