মনে পড়ে আজও সেই দিন

২০১১-এর ভারতীয় বাংলা চলচ্চিত্র

মনে পড়ে আজও সেই দিন হলো ২০১১ সালের ভারতীয় বাংলা ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন অজয় সিং ও সুদীপ্ত ঘটক। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয় কুমার মুখোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়[১]

মনে পড়ে আজও সেই দিন
মনে পড়ে আজও সেই দিন চলচ্চিত্রের পোস্টার.jpg
চলচ্চিত্রের পোস্টার
পরিচালক
  • অজয় সিং
  • সুদীপ্ত ঘটক
প্রযোজকপঙ্কজ আগরওয়াল
রচয়িতা
  • অজয় সিং
  • সুদীপ্ত ঘটক
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহককুমুদ বর্মা
প্রযোজনা
কোম্পানি
পিবি ফিল্মস
পরিবেশক
  • ব্র‍্যান্ড ভ্যালু কমিউনিকেশন্স
  • পিবি ফিল্মস
মুক্তি
  • ৯ ডিসেম্বর ২০১১ (2011-12-09)
দেশভারত
ভাষাবাংলা

অভিনয়েসম্পাদনা

সাউন্ডট্র্যাকসম্পাদনা

সবগুলি গানের গীতিকার প্রসেন।

নং.শিরোনামগীতিকারসুরকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."ম্যারা মন ও জানেমন"প্রসেনদেব সেনপ্রসেনজিৎ মল্লিক, অন্বেষা দত্ত গুপ্ত৪:৩৩
২."মেঘা রে"প্রসেনইন্দ্রদীপ দাশগুপ্তঅন্বেষা দত্ত গুপ্ত৪.৫১
৩."নাচ নাচ ও মাহি (দ্বৈত)"প্রসেনইন্দ্রদীপ দাশগুপ্তপ্রসেনজিৎ মল্লিক, অন্বেষা দত্ত গুপ্ত৪.৩১
৪."মনে পড়ে আজও সেই দিন"প্রসেনইন্দ্রদীপ দাশগুপ্তমধুরা ভট্টাচার্য৪.৪৯
৫."হায় র‍াম হরে হরে"প্রসেন সুজয় ভৌমিক, মৈনাক সিনহা৪.১২

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Mone Pore Ajo Sei Din Movie Review, Trailer, & Show timings"Timesofindia.indiatimes.com। ২০১১-১২-১৫। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯