মনে পড়ে আজও সেই দিন
২০১১-এর ভারতীয় বাংলা চলচ্চিত্র
মনে পড়ে আজও সেই দিন হলো ২০১১ সালের ভারতীয় বাংলা ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন অজয় সিং ও সুদীপ্ত ঘটক। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয় কুমার মুখোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।[১]
মনে পড়ে আজও সেই দিন | |
---|---|
পরিচালক |
|
প্রযোজক | পঙ্কজ আগরওয়াল |
রচয়িতা |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার |
|
চিত্রগ্রাহক | কুমুদ বর্মা |
প্রযোজনা কোম্পানি | পিবি ফিল্মস |
পরিবেশক |
|
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনা- জয় কুমার মুখোপাধ্যায় — রাহুল
- সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় — সুনয়না
- বিশ্বজিৎ চক্রবর্তী
- মৌমিতা গুপ্ত
- মৌসুমি সাহা
সাউন্ডট্র্যাক
সম্পাদনাসকল গানের গীতিকার প্রসেন।
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "মেরা মন ও জানেমন" | প্রসেন | দেব সেন | প্রসেনজিৎ মল্লিক, অন্বেষা দত্ত গুপ্ত | ৪:৩৩ |
২. | "মেঘা রে" | প্রসেন | ইন্দ্রদীপ দাশগুপ্ত | অন্বেষা দত্ত গুপ্ত | ৪.৫১ |
৩. | "নাচ নাচ ও মাহি (দ্বৈত)" | প্রসেন | ইন্দ্রদীপ দাশগুপ্ত | প্রসেনজিৎ মল্লিক, অন্বেষা দত্ত গুপ্ত | ৪.৩১ |
৪. | "মনে পড়ে আজও সেই দিন" | প্রসেন | ইন্দ্রদীপ দাশগুপ্ত | মধুরা ভট্টাচার্য | ৪.৪৯ |
৫. | "হায় রাম হরে হরে" | প্রসেন | সুজয় ভৌমিক, মৈনাক সিনহা | ৪.১২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mone Pore Ajo Sei Din Movie Review, Trailer, & Show timings"। Timesofindia.indiatimes.com। ২০১১-১২-১৫। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯।