মনসুর আলী সরকার

বাংলাদেশী রাজনীতিবিদ

মনসুর আলী সরকার বাংলাদেশের দিনাজপুর জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবী ও দিনাজপুর-১০ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ও রাষ্ট্রপতির শিক্ষাবিষয়ক উপদেষ্টা ছিলেন।[১]

অ্যাডভোকেট
মনসুর আলী সরকার
দিনাজপুর-১০ আসনের সংসদ সদস্য
(বর্তমান দিনাজপুর-৫)
কাজের মেয়াদ
১৯৭৯ – ১৯৮২
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাষ্ট্রপতির উপদেষ্টা
কাজের মেয়াদ
১৯৮৯ – ১৯৯০
ব্যক্তিগত বিবরণ
জন্মদিনাজপুর জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
অন্যান্য
রাজনৈতিক দল
জাতীয় পার্টি (এরশাদ)

প্রাথমিক জীবন সম্পাদনা

মনসুর আলী সরকার দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন সম্পাদনা

মনসুর আলী সরকার একজন আইনজীবী ও ৭ নম্বর সেক্টর মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে দিনাজপুর-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২] ১৯৮৯ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রথমে শিক্ষা প্রতিমন্ত্রী ও পরে রাষ্ট্রপতির শিক্ষাবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।[১][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. (দিনাজপুর), শেখ সাবীর আলী ফুলবাড়ী (২৪ অক্টোবর ২০১৮)। "আ'লীগের ঘাঁটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরাও তৎপর, দিনাজপুর-৫ আসন"দৈনিক নয়া দিগন্ত। ১৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০ 
  2. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. দিনাজপুর প্রতিনিধি (১৯ ডিসেম্বর ২০১৮)। "দিনাজপুরের ৬টি আসনে যারা প্রতিদ্বন্দ্বী, যারা জিতেছিলেন"ব্রেকিংনিউজ.কম.বিডি। ২০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০