মনজুর রশীদ খান

বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা

মনজুর রশীদ খান (মেজর জেনারেল অবঃ) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা।[১]

মেজর জেনারেল অবঃ

মনজুর রশীদ খান
জন্ম১৯৩৯
গাজীপুর জেলা
আনুগত্য পাকিস্তান
 বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ সেনাবাহিনী
কার্যকাল১৯৬৪ - ১৯৯৫
পদমর্যাদা মেজর জেনারেল
নেতৃত্বসমূহ
  • বাংলাদেশ সমরাস্ত্র কারখানার প্রধান
  • বাংলাদেশ রাইফেলস
  • সেনা সদর দপ্তর
  • দুটি আর্টিলারি
  • পদাতিক ব্রিগেডের কমান্ডার
যুদ্ধ/সংগ্রামভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫
ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

মনজুর রশীদ খান ১৯৩৯ সালে বর্তমান গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক।[২]

কর্মজীবন সম্পাদনা

মনজুর রশীদ খান ১৮ এপ্রিল ১৯৬৪ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করে ১৯৬৫ ও ১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শিয়ালকোট পাকিস্তান-ভারত যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সাল থেকে মুক্তিযুদ্ধের সময় সহ আড়াই বছর পাকিস্তানে ছিলেন। ১৯৭৩ সালে বাংলাদেশে ফিরে বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ রাইফেলস ও সেনা সদর দপ্তর, দুটি আর্টিলারি ও পদাতিক ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হয়ে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমে রাষ্ট্রপতি জেনারেল এরশাদ এবং পরে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের সামরিক সচিব হিসেবে ছিলেন তিনি। ১৯৯০ সালে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে ভূমিকা রাখেন তিনি। ১৯৯৫ সালে তিনি অবসর গ্রহণ করেন।[২]

গ্রন্থ সম্পাদনা

মেজর জেনারেল (অব.) মনজুর রশীদ খান বিভিন্ন বিষয়ে গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:

  • এরশাদের পতন ও সাহাবুদ্দীনের অস্থায়ী শাসন[৩]
  • আমার সৈনিক জীবন পাকিস্তান থেকে বাংলাদেশ[২]
  • Fall of Ershad and Rule of Shahabuddin[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইতিহাসের অনেক কথা"দৈনিক প্রথম আলো। ২০ এপ্রিল ২০১২। ২৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 
  2. মে. জে. মনজুর রশীদ খান (অব.। আমার সৈনিক জীবন পাকিস্তান থেকে বাংলাদেশ। প্রথমা প্রকাশন মিডিয়া ষ্টার লিমিটেড। পৃষ্ঠা ৩৫২। আইএসবিএন 978 984 33 3879 2 
  3. মেজর জেনারেল মঞ্জুর রশিদ খান। এরশাদের পতন ও সাহাবুদ্দীনের অস্থায়ী শাসন। অঙ্কুর প্রকাশনী। পৃষ্ঠা ১৩৬। 
  4. Fall of Ershad and Rule of Shahabuddin। Fall of Ershad and Rule of Shahabuddin। আগামী প্রকাশনী। পৃষ্ঠা ১২০। আইএসবিএন 9844014166