মধ্য ইন্দো-আর্য ভাষাসমূহ

মধ্য ইন্দো-আর্য ভাষাসমূহ (ইংরেজি: Middle Indo-Aryan languages বা Middle Indic languages) আধুনিক ইন্দো-আর্য ভাষাসমূহের মধ্যযুগীয় ঔপভাষিক রূপ। প্রাচীন ইন্দো-আর্য ভাষাসমূহ, যেমন সংস্কৃত, ও এদের উত্তরসূরী যেমন অপভ্রংশ বা অবহট্‌ঠ, ইত্যাদি হতে এই ভাষাগুলির উৎপত্তি। এই ভাষাগুলিকে অনেক আধুনিক ভাষাবিজ্ঞানী একত্রে প্রাকৃত ভাষা বলেও ডাকেন। [].

ইন্দো-আর্য ভাষা নিয়ে একটি বই

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Shapiro, Michael C. Hindi. Facts about the world's languages: An encyclopedia of the world's major languages, past and present. Ed. Jane Garry, and Carl Rubino: New England Publishing Associates, 2001.