মধ্যনগর উপজেলা
মধ্যনগর উপজেলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।[১] সোমেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা মধ্যনগর উপজেলার আয়তন ২২২ বর্গকিলোমিটার। উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর, তৃতীয় রামসার এলাকা টাঙ্গুয়ার হাওর মধ্যনগর উপজেলা বৃহত্তর বংশীকুন্ডায় অবস্থিত।[২]
মধ্যনগর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে মধ্যনগর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৫৪′০.০″ উত্তর ৯১°১′০.১″ পূর্ব / ২৪.৯০০০০০° উত্তর ৯১.০১৬৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
প্রতিষ্ঠাকাল | ২৬ জুলাই ২০২১ |
সংসদীয় আসন | ২২৪ |
আয়তন | |
• মোট | ২২২ বর্গকিমি (৮৬ বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২৪৫৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনা১৯৭৪ সালে মধ্যনগর ইউনিয়ন, চামরদানী ইউনিয়ন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন নিয়ে মধ্যনগর থানা গঠিত হয়। থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন থেকে উপজেলা সদরের দূরত্ব ৪০ কিলোমিটারের বেশি, অপরদিকে উপজেলা সদর থেকে মধ্যনগরের দূরত্ব ২০ কিলোমিটার।[৩] যার ফলে শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক সেবা নিতে মানুষের দুর্ভোগ হচ্ছিলো। ১৯৮৭ সালের মাঝামাঝি সময় থেকে মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করার জন্য প্রাথমিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর এই দাবিতে বিভিন্ন সময়ে মধ্যনগর বাজারে অনশন, মানববন্ধন ও হরতালের মতো কর্মসূচিও পালন করা হয়।[৪] ২০০১ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ৮৬তম বৈঠকে মধ্যনগর থানা এলাকার ৪টি ইউনিয়ন নিয়ে মধ্যনগর উপজেলা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে নিকারের ৮৮তম সভায় এ সিদ্ধান্তটি বাতিল করা হয়েছিল।[২] সর্বশেষ ২০২১ সালের ২৬ জুলাই নিকারের ১১৭তম সভায় মধ্যনগরকে পরিপূর্ণ উপজেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।[৫][৬] মধ্যনগর দেশের ৪৯৪তম উপজেলা।
অবস্থান ও আয়তন
সম্পাদনাএই উপজেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে ধর্মপাশা উপজেলা, পূর্বে তাহিরপুর উপজেলা, পশ্চিমে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনা৪টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মধ্যনগর উপজেলার আওতাধীন হতে যাচ্ছে, যা আগে ধর্মপাশা উপজেলাধীন ছিল।[৭]
শিক্ষা
সম্পাদনাএই উপজেলায় শিক্ষার হার শতকরা ২৩.০২%। এখানে ৮৩টি প্রাথমিক বিদ্যালয়,০৩টি নিম্ন মাধ্যমিক ০৯টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ০৩টি দাখিল মাদ্রাসা ও ০১টি কলেজ রয়েছে। কলেজ-
- বংশীকুন্ডা কলেজ। (২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়)
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-
- মধ্যনগর বিপি হাইস্কুল এন্ড কলেজ।
- লায়েছ ভূঁইয়া হাইস্কুল এন্ড কলেজ।
মাধ্যমিক বিদ্যালয়-
- গড়াকাটা আব্দুল খালেক মডেল উচ্চ বিদ্যালয়
- বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়।
- মহিষখলা উচ্চ বিদ্যালয়।
- ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়।
- গলহা উচ্চ বিদ্যালয়।
- একতা উচ্চ বিদ্যালয়।
- চামারদানী হাইস্কুল।
- মধ্যনগর বালিকা বিদ্যালয়।
নিম্ন মাধ্যমিক-
- বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়(পাঠদান অনুমতি প্রাপ্ত)।
- চাপাইতি সরকারী প্রাথমিক বিদ্যালয়(৮ম শ্রেণী পর্যন্ত)।
- পাঠশালা গার্লস একাডেমী(৮ম শ্রেণী পর্যন্ত স্থাপনের অনুমতি প্রাপ্ত)।
দাখিল মাদ্রাসা-
- মহিষখলা দাখিল মাদ্রাসা।
- নোয়াগাও দাখিল মাদ্রাসা।
- বলরামপুর দাখিল মাদ্রাসা।
অর্থনীতি
সম্পাদনাএই উপজেলায় কৃষি জমির পরিমান ১৫ হাজার ৬০০ হেক্টর।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দেশে আরও তিনটি উপজেলা"। bdnews24। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১।
- ↑ ক খ "মধ্যনগর থানা যে কারণে উপজেলা হতে পারে"। kalerkantho.com। কালের কণ্ঠ। ১৮ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০।
- ↑ "মধ্যনগর উপজেলা হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ"। sylhetvoice.com। ২৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১।
- ↑ ক খ "নতুন উপজেলা পেল সুনামগঞ্জ, নতুন নাম পেল দক্ষিণ সুনামগঞ্জ"। প্রথম আলো। ২৬ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১।
- ↑ "উপজেলা ঘোষণায় মধ্যনগরে মিষ্টি বিতরণ"। জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১।
- ↑ উপজেলা হলো ঈদগাঁও-ডাসার-মধ্যনগর। কালের কন্ঠ, ২৬ জুলাই, ২০২১।
- ↑ "ইউনিয়নসমূহ - ধর্মপাশা উপজেলা"। dharmapasha.sunamganj.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০।