মদনখালী ইউনিয়ন

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

মদনখালী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ৫নং মদনখালী ইউনিয়ন।

মদনখালী
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলাপীরগঞ্জ উপজেলা, রংপুর উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

রংপুর জেলা সদর থেকে ৪৭ কিলোমিটার দূরে এবং পীরগঞ্জ উপজেলা থেকে পশ্চিমে পীরগঞ্জ টু খালাশপীর রোডের ডঃ ওয়াজেদ মিয়া সেতু সড়কে ৬ কিলোমিটার অতিক্রম করলে মদনখালী ইউনিয়ন আপনাকে স্বাগত জানাবে এবং আরও ৫ অতিক্রম করলে আপনি খালাশপীর হাটে (স্থানীয় ভাষায় খালাশপীর বন্দর) পৌছাবেন, আর খালাশপীর হাট সংলগ্ন উত্তর দিকেই ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত।[১]

প্রশাসনিক এলাকা সম্পাদনা

মদনখালী ইউনিয়নের অধীনে মোট ১৯টি গ্রাম আছে।[২]

  1. জাফরপাড়া
  2. থিরারপাড়া
  3. বাবনপুর
  4. খয়রুল্লা আলমপুর
  5. মাগুড়া
  6. উল্লাগাড়ী
  7. জুনিদেরপাড়া
  8. বড়ফলিয়া
  9. কাফ্রিখাল
  10. ধাড়াকোল
  11. খেড়ুয়াআলমপুর
  12. মদনখালী
  13. হাসারপাড়া
  14. খয়েরবাড়ী
  15. ঠাকুরদাস লক্ষীপুর
  16. কাদিরাবাদ
  17. কোচারপাড়া
  18. করিম লক্ষীপুর
  19. খেতাবেরপাড়া

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

মদনখালী ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭৩৮০ জন। পুরুষ: ১৪২৫০ জন, মহিলা: ১৩১৩০ জন।[৩]

শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা সম্পাদনা

ইউনিয়নটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ— [৩]

  • ডিগ্রী কলেজ - ০১ টি
  • মহিলা কলেজ - ০১ টি
  • কারিগরি কলেজ - ০১ টি
  • মাধ্যমিক বিদ্যালয়: ০৭ টি
  • প্রাথমিক বিদ্যালয়: ১৬ টি
  • এবতেদায়ী মাদ্রাসা - ০৪ টি
  • দাখিল মাদ্রাসা - ০৩ টি
  • ফাজিল মাদ্রাসা - ০১ টি
  • কামিল মাদ্রাসা - ০১ টি

দর্শনীয় স্থান সম্পাদনা

  • খালাশপীর জামে মসজিদ [৪]
  • আনন্দ নগর [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "http://modankhaliup.rangpur.gov.bd যোগাযোগ ব্যবস্থা"। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "http://modankhaliup.rangpur.gov.bd গ্রাম ভিত্তিক লোক সংখ্যা"। ১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. "http://modankhaliup.rangpur.gov.bd এক নজরে মদনখালী ইউনিয়ন"। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  4. "http://modankhaliup.rangpur.gov.bd খালাশপীর জামে মসজিদ"। ১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  5. "http://pirgonj.rangpur.gov.bd আনন্দ নগর""। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)