মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ

বাংলাদেশী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের একটি বিদ্যালয় যা ঢাকার মতিঝিল এলাকায় অবস্থিত। ১৯৮০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মতিঝিল এলাকার বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু এজিবি কলোনীর কিছু শিক্ষানুরাগী এলোটিদের সাথে নিয়ে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এখানে আনুমানিক বারো হাজারের বেশি ছাত্র -ছাত্রী পড়াশুনা করে। স্কুলটি দুটি শাখাতে পরিচালিত হয়, প্রধান শাখাটি ঢাকার মতিঝিলের এজিবি কলোনীতে এবং অপর শাখাটি বাসাবোয় অবস্থিত। বিদ্যালয়টি প্রভাতি (বাংলা বালিকা) এবং দিবা (বাংলা বালক) শিফটে পরিচালিত হয়। স্কুলের জন্য ইংরেজি ভার্সন আছে। দুই শাখাতে ইংরেজি ভার্সন পরিচালিত হয়। ইংরেজি ভার্সনের প্রভাতি (বালিকা ১ম-১০ম এবং বালক ক্লাস ১ম-৫ম) এবং দিবা (বালক ক্লাস ৬ষ্ঠ -১০ম) শিফটে পরিচালিত হয়। কলেজের একটি শাখা মাত্র বিদ্যমান। কলেজ শাখার নিজস্ব কোন ভবন নাই তাই তারা স্কুল শাখার মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করে। কলেজ শাখাটি শুধুমাত্র বালিকাদের জন্য এবং কলেজ প্রভাতি (একাদশ-দ্বাদশ) শিফটে পরিচালিত হয়।

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ
মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, মতিঝিল ব্রাঞ্চ
অবস্থান
মানচিত্র

স্থানাঙ্ক২৩°৪৩′৫৮″ উত্তর ৯০°২৫′২৬″ পূর্ব / ২৩.৭৩২৭৮° উত্তর ৯০.৪২৩৮৯° পূর্ব / 23.73278; 90.42389
তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৮০
প্রতিষ্ঠাতাবীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু
বিদ্যালয় বোর্ডঢাকা বোর্ড
বিভাগপ্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়
বিদ্যালয় কোড১৩০৮৬৫
ইআইআইএন১৩০৮৬৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমোহাম্মদ মাহফুজুর রহমান খান
শ্রেণী১–১২ (১–১০ ছেলে ও মেয়ে এবং ১১–১২ শুধুমাত্র মেয়েরা)
শিক্ষার্থী সংখ্যা২০,০০০ জন (প্রায়)
ভাষাবাংলা, ইংরেজি
অ্যাথলেটিক্সক্রিকেট, ফুটবল
শাখা সংখ্যা
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

অবস্থান সম্পাদনা

মতিঝিল ব্রাঞ্চ সম্পাদনা

মতিঝিল ব্রাঞ্চ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ২০০ গজ পশ্চিম - উত্তর কোণে মতিঝিল কলোনী মধ্যে প্রতিষ্ঠানটি অবস্থিত। এরিয়া কোড 1000

বাসাবো ব্রাঞ্চ সম্পাদনা

এটি খিলগাঁও ফ্লাইওভার বা আতীশ দীপংকর মহাসড়ক থেকে ১০ গজ দূরে উত্তরে মেইন গেট। এরিয়া কোড 1214

কলেজ সম্পাদনা

কলেজ শাখার নিজস্ব কোন ভবন নাই বলে তারা মূল স্কুল ভবনের ৬ তালা, ৭ তালা, ৮ তালা এবং ৯ তালায় কলেজ ক্লাস পরিচালনা করে ।

ইতিহাস সম্পাদনা

মূল শাখা প্রতিষ্ঠা সম্পাদনা

১৯৮০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই স্কুল প্রয়াত মোঃ আবুল কাশেম, প্রয়াত মোঃ আতিয়ার রহমান এবং প্রয়াত মেসবাহ উদ্দিন সাবু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

বাসাবো শাখা প্রতিষ্ঠা সম্পাদনা

১৯৯৫ সালে মূলস্কুলের পাশাপাশি শাখাস্কুল প্রতিষ্ঠিত হয়, আগে তা শাজাহানপুর পরিচালনা করা হতো যা পরে স্থানান্তর করে বর্তমানে বাসাবোতে স্বভূমিতে কার্যক্রম পরিচালনা করছে।

ইংরেজি ভার্সন প্রতিষ্ঠা সম্পাদনা

কলেজ প্রতিষ্ঠা সম্পাদনা

১৯৯৪ সাল থেকে কলেজ শাখার কার্যক্রম শুরু হয় এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রী ভর্তি শুরু হয়।

ভবন প্রাঙ্গণ সম্পাদনা

মতিঝিল ব্রাঞ্চ সম্পাদনা

মতিঝিল ব্রাঞ্চ এ ৩ টি ভবন রয়েছে। মূল স্কুল ভবন ৬ তলা বিশিষ্ট, পূর্ব পাশে ভবনটি ৬ তলা বিশিষ্ট লাল রং এ ভবন এবং পশ্চিম পাশে ভবনটি ৯ তলা বিশিষ্ট। ৩ ভবনে মোট ৮০ টি কক্ষ রয়েছে। প্রভাতী বালিকা ১ তালা থেকে ৫ তালা পর্যন্ত করানো হয়। দিবা বালক ১ তালা থেকে ৯ তালা পর্যন্ত করানো হয়। মতিঝিল শাখ শিক্ষাক মিলনায়তন ৩ তালাতে অবস্থিত।

বাসাবো ব্রাঞ্চ সম্পাদনা

বাসাবো শাখাতে মূলত একটি টিনশেড ভবন বিদ্যমান এবং তিনতলা বিশিষ্ট একটি গোলাপের রং এর ভবন আছে।

ইংরেজি ভার্সন সম্পাদনা

ইংরেজি ভার্সনের নিজেদের কোনো নিজেদের ভবন নাই তাই তারা স্কুল ভবনে তাদের ক্লাস করায়। দুই শাখাতে ইংরেজি ভার্সন আছে এবং কলেজের জন্য কেনো ভার্সন নাই। মতিঝিল ইংরেজি ভার্সন শাখ শিক্ষাক মিলনায়তন ৩ তালাতে অবস্থিত।

কলেজ সম্পাদনা

কলেজ শাখটি মতিঝিল শাখা ভবনে পরিচালনা করা হয়। কলেজে শিক্ষাক মিলনায়তন ৬ তালাতে অবস্থিত। কলেজের ক্লাসগুলো প্রভাতী ৬ তালা থেকে ৯ তালাতে করানো হয়।

প্রশাসন সম্পাদনা

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের ২০২২ সালে নির্বাচিত গভর্নিং বডির বর্তমান সদস্যবৃন্দ।

পরিচালনা পর্ষদ সম্পাদনা

পদ নাম
সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া
সাধারণ শিক্ষক সদস্য (উচ্চ মাধ্যমিক স্তর) জনাব মো. কামরুজ্জামান
সাধারণ শিক্ষক সদস্য (মাধ্যমিক স্তর) জনাব মো. এনামুল হক
সাধারণ শিক্ষক সদস্য (প্রাথমিক স্তর) জনাব নির্মলেন্দু অধিকারী
সাধারণ অভিভাবক সদস্য (উচ্চ মাধ্যমিক স্তর) জনাব এ.কে.এম. আবদুল্লাহ আল বাকী
সাধারণ অভিভাবক সদস্য (মাধ্যমিক স্তর) জনাব মো. আহসান উল্লাহ
সাধারণ অভিভাবক সদস্য (প্রাথমিক স্তর) জনাব মো. সাইফুল ইসলাম
বিদ্যোৎসাহী সদস্য জনাব মৃধা মোহাম্মদ শাহজাহান ইসলাম
সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য জনাব রোখসানা ইয়াসমিন
সদস্য সচিব ও অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান খান

শিক্ষক ও কর্মচারী সম্পাদনা

  • মোট ২১৬ জন
  • স্থায়ী ১৯৬ জন
  • অস্থায়ী ২০ জন
  • এদের মধ্যে ১৫ জন বি.এড ও এম. এড করা শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।
  • এদের মধ্যে ৭ জন ধর্মীয় শিক্ষক রয়েছেন।
  • প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষক-শিক্ষিকাদের পিটিআই, বিএড এম এড ব্যবস্থা রয়েছেন।

অন্যান্য কার্যক্রম সম্পাদনা

স্কাউট সম্পাদনা

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ ৬৯ নং দল বাংলাদেশ স্কাউটের অন্যতম সক্রিয় স্কাউট গ্রুপ। প্রতি বছর আমাদের স্কাউটরা আন্তর্জাতিক/জাতীয়/মেট্রো ক্যাম্পে অংশগ্রহণ করে এবং র‌্যাঙ্ক স্থান পায়। এবং প্রতি বছর বিপুল সংখ্যক স্কাউট "প্রেসিডেন্টস স্কাউটস অ্যাওয়ার্ড" অর্জন করে।

বার্ষিক অনুষ্ঠানাদি সম্পাদনা

প্রতি প্রতিবছরে শুরুতে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়ে থাকে।

মতিঝিল মডেল সায়েন্স ক্লাব সম্পাদনা

মতিঝিল মডেল সায়েন্স ক্লাব ১৯৯৯ সালে যাত্রা শুরু করলেও কিছু সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়। ২০০৭ সালে কিছু পূর্ববর্তী ছাত্র ক্লাব পুনর্নির্মাণ. M.M.S.C এর সদস্যরা ২০১৩ সালে বিভিন্ন বিজ্ঞান মেলা থেকে ১৫টি পুরস্কার এবং ২০১৪ সালে ৩৯টি পুরস্কার অর্জন করেছিল। ৩১ জানুয়ারী ২০১৪ এ একটি আন্তঃগৃহ বিজ্ঞান মেলা প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করা হয়েছিল।

মতিঝিল মডেল আইটি ক্লাব সম্পাদনা

তথ্য প্রযুক্তি বিষয় নিয়ে এই ক্লাব করা হয়েছে যা ৫ তলা কোম্পিউটের ল্যাবে পরিচালনা করা হয়।

মতিঝিল মডেল ডিবেটিং ক্লাব সম্পাদনা

মতিঝিল মডেল ডিবেটিং ক্লাব যাত্রা শুরু করে ১৯৮০ সালে। কিন্তু কিছু সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়। কিন্তু আবার ২০০৭ সালে কিছু পূর্ববর্তী ছাত্র এই ক্লাব পুনর্গঠনের জন্য হাত দেখায় এবং একটি আন্তঃগৃহ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এরপর আবার ২০১১ ও ২০১৩ সালে পরবর্তী দুটি আন্তঃহাউস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং ২০২৩ সালে তাদের বিদ্দালয়ে ইন্ত্রা নামানো হয় যার নাম দেয়া হয়েছিল "Novice Nest 3rd MMDS Intra Debate Festival" । বাইরে বিতর্ক করেও সাফল্য পেয়েছে ক্লাবটি। এবং বর্তমানে মতিঝিল মডেল ডিবেটিং সোসাইটি মতিঝিল মডেল স্কুল এর সবচেয়ে সক্রিয় ক্লাব হিসেবে স্থান অর্জন করেছে । মতিঝিল মডেল ডিবেটিং সোসাইটি তে সক্রিয় ভাবে ক্লাব পরিচালনা করবার জন্য দক্ষ ছাত্র-ছাত্রী দের ধারা তাদের এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হয়। মতিঝিল মডেল ডিবেটিং সোসাইটি বর্তমানে দুই ধরনের বিতর্ক করে থাকে যথাঃ "British Parliamentary , Asian Parliamentary" ।

মতিঝিল মডেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পাদনা

এই ক্লাব টি ইংলিস ভাষা বিষয় নিয়ে দক্ষতা বাড়ানো জন্য করা হয়েছে।

সমালোচনা সম্পাদনা

এই স্কুলটি বিভিন্ন কাজে সফলতা দেখলেও ২০১৯ সালে গভর্নিং বডির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলা হয়। তার বিরুদ্ধে স্কুল ফান্ডে দুর্নীতি করা অভিযোগ তোলা হয়। পরে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপের মধ্য দিয়ে গবর্নিং বডি চেয়ারম্যানকে চাকরীচ্যুত করা হয়।

সহশিক্ষামূলক কার্যক্রম সম্পাদনা

গ্রন্থাগার সম্পাদনা

গ্রন্থাগারটি স্কুল প্রাঙ্গণের মতিঝিল ব্রাঞ্চ এ মূল স্কুল ভবনের ২ তলায় অবস্থিত। নাটক, গল্প, উপন্যাস, কবিতা, সাধারণ জ্ঞানের বই এবং কিছু পাঠ্য বই রয়েছে। এখানে মোট ৫০০০ বই রয়েছে।

খেলাধুলা সম্পাদনা

ক্যান্টিন সম্পাদনা

স্কুল প্রাঙ্গণের নিচে তালা মাঠে ও সাত তালায় ক্যান্টিন আছে। স্কুলে বাইরের একটি ক্যান্টিন আছে। শিক্ষার্থীরা সেখান থেকে বই, খাতা, কলম পেন্সিল সহ যাবতীয় জিনিস কিনতে পারবে

তথ্যসূত্র সম্পাদনা