মণীন্দ্রলাল বসু
মণীন্দ্রলাল বসু (ইংরেজি: Manindralal Basu; জন্ম: ৮ জুন , ১৮৯৭ - ২২ জুলাই ১৯৮৬), ছিলেন ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক। তিনি বিশিষ্ট রোমান্টিক উপন্যাস "রমলা"র জন্য জনপ্রিয়তা লাভ করেন । [১]
মণীন্দ্রলাল বসু | |
---|---|
জন্ম | কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত বর্তমানে পশ্চিমবঙ্গ | ৬ আগস্ট ১৮৯৭
মৃত্যু | ২২ জুলাই ১৯৮৬ কলকাতা | (বয়স ৮৯)
সমাধি | কলকাতা , |
অন্যান্য নাম | মণীন্দ্রলাল বসু |
পেশা | লেখক ও ঔপন্যাসিক |
পিতা-মাতা | প্রবোধচন্দ্র বসু (পিতা), ইন্দিরাসুন্দরী বসু |
জন্ম ও শিক্ষা জীবন
সম্পাদনামণীন্দ্রলাল বসুর জন্ম ১৮৯৭ খ্রিস্টাব্দের ৮ই জুন ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের কলকাতায়। পিতা ছিলেন মুনসেফ প্রবোধচন্দ্র বসু এবং মাতা ইন্দিরাসুন্দরী। তাঁদের আদি নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চাংড়িপোতা। তার পড়াশোনা ব্রাহ্ম বয়েজ স্কুল, হেয়ার স্কুল ও প্রেসিডেন্সি কলেজে। ১৯২০ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশের পর ১৯২৩ খ্রিস্টাব্দে আইন বিষয়ে বি.এল. পাশ করে কিছুদিন হাইকোর্টে আইন ব্যবসা করেন। ১৯২৫ খ্রিস্টাব্দে তিনি উচ্চ শিক্ষার্থে ইউরোপ যাত্রা করেন। ১৯২৭ খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করে দেশে ফেরেন ১৯২৯ খ্রিস্টাব্দে।
সাহিত্যচর্চা
সম্পাদনাপেশায় ব্যারিস্টার হলেও, সাহিত্যচর্চায় তার প্রবল আগ্রহ ছিল। ছোট গল্প দিয়ে লেখা শুরু করেছিলেন। বিভিন্ন পত্র পত্রিকায় লেখা পাঠাতেন। প্রবাসী পত্রিকায় একাধিকবার গল্প প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম পুরস্কার লাভ করেছেন। আর এই প্রবাসী পত্রিকাতেই ১৩২৯ -৩০ বঙ্গাব্দে ধারাবাহিক ভাবে তার রোমান্টিক উপন্যাস "রমলা" প্রকাশিত হয়েছিল। তার রচিত অপর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-
- জীবনায়ন
- সহযাত্রিণী
- স্বপ্ন
- মায়াপুরী
- রক্তকমল
- সোনার হরিণ
- কল্পলতা
- ঋতুপর্ণ
- সোনার কাঠি - শিশু ও কিশোরদের জন্য গল্পগ্রন্থ।
তিনি শিশুদের জন্য পাঠ্যপুস্তকও রচনা করেছেন। কয়েকটি অনুবাদগ্রন্থও আছে তার। তাছাড়া ইউরোপে অবস্থান কালে সেখানকার চিত্রশিল্প বিষয় নিয়ে লিখেছেন "ইউরোপের চিত্রশালা"। ১৩৫১ বঙ্গাব্দে মণীন্দ্রলাল অর্থনীতি বিষয়ক পত্রিকা "পরিকল্পনা"র সম্পাদনা করতেন।
মৃত্যু
সম্পাদনামণীন্দ্রলাল ১৯৭৬ খ্রিস্টাব্দের ২২ শে জুলাই প্রয়াত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯, পৃষ্ঠা ২৯৬, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬