মণিপুর সরকার

ভারতের মনিপুর রাজ্যের প্রাদেশিক সরকার

মণিপুর সরকার হচ্ছে ভারতের মণিপুর রাজ্য তথা এর অন্তর্ভুক্ত ১৬টি জেলার সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি মণিপুর রাজ্য সরকার কিংবা স্থানীয়ভাবে রাজ্য সরকার হিসাবেও পরিচিত। মণিপুর সরকার একজন রাজ্যপালের নেতৃত্বে নির্বাহী বিভাগ, মণিপুর উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগ এবং সিকিম বিধানসভা নামে একটি বিধানসভা নিয়ে গঠিত।

মণিপুর সরকার
সরকারের আসনইম্ফল
কার্যনির্বাহী
রাজ্যপালনাজমা হেপতুল্লা
মুখ্যমন্ত্রীনংথম্বম বীরেন সিং
উপ-মুখ্যমন্ত্রীইউমনাম জয়কুমার সিং
আইনসভা
বিধানসভা
স্পিকারইউমনাম খেমচাঁদ সিং
ডেপুটি স্পিকারকংখাম রবীন্দ্র
বিধানসভার সদস্য৬০
বিচার বিভাগ
উচ্চ আদালতমনিপুর উচ্চ ন্যায়ালয়
প্রধান বিচারপতিবিচারপতি রামলিঙ্গম সুধাকর

ভারতের অন্যান্য রাজ্যের মতো মণিপুর রাজ্যের প্রধান হলেন রাজ্যপাল (গভর্নর)। তিনি কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। মুখ্যমন্ত্রী হলেন সরকারের নির্বাহী প্রধান এবং তার উপরেই সরকারের নির্বাহী ক্ষমতার বেশিরভাগই ন্যস্ত থাকে। মুখ্যমন্ত্রী হলেন সরকারের নির্বাহী প্রধান এবং তার উপরেই সরকারের নির্বাহী ক্ষমতার বেশিরভাগই ন্যস্ত থাকে। মুখ্যমন্ত্রী এবং তার নিয়োগকৃত মন্ত্রিসভার মাধ্যমে মণিপুরের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী এবং এখানে রাজ্যের বিধানসভা (আইনসভা) এবং সচিবালয় অবস্থিত। মণিপুর উচ্চ ন্যায়ালয় (উচ্চ আদালত বা হাইকোর্ট) ইম্ফলে অবস্থিত যা রাজ্য সরকারের বিচার বিভাগীয় প্রধান। মণিপুর উচ্চ ন্যায়ালয় রাজ্যে উদ্ভূত মামলার ক্ষেত্রে এখতিয়ার এবং ক্ষমতা প্রয়োগ করে।[১]

মণিপুরের বর্তমান বিধানসভাটি এককক্ষবিশিষ্ট। মণিপুর বিধানসভা মোট ৬০জন বিধায়কের (সদস্য বা এম.এল.এ) সমন্বয়ে গঠিত। কোন কারণে নির্দিষ্ট সময়ের আগে বিধানসভা ভেঙ্গে না গেলে এর মেয়াদ ৫ বছর।[২][৩]

২০১৭ সালের বিধানসভা নির্বাচনের পর মন্ত্রিপরিষদ সম্পাদনা

২০১৭ সালের ১৫ মার্চে মুখ্যমন্ত্রী নংথোম্বাম বীরেন সিং তার মনোনীত বিভিন্ন দলের ৮ জন মন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদের শপথ নিয়েছিলেন। পরবর্তীতে আরো ৪ জন নতুন মন্ত্রী যুক্ত করে মন্ত্রিসভার পরিধি বৃদ্ধি করা হয়।[৪]

নাম দপ্তর রাজনৈতিক দল
এন. বীরেন সিং মুখ্যমন্ত্রী, স্বরাজ্য, পরিবহন, সাধারণ প্রশাসন, রেশম, পর্যটন, তথ্যপ্রযুক্তি, ভিজিলেন্স এবং অন্যান্য বিভাগ (এগুলো বিশেষভাবে বরাদ্দ করা হয়নি) বিজেপি
ওয়াই. জয়কুমার সিং উপ-মুখ্যমন্ত্রী, অর্থ, আবগারি, কর, বিজ্ঞান ও প্রযুক্তি,অর্থনীতি এবং পরিসংখ্যান এবং বেসামরিক বিমান পরিবহন ন্যাশনাল পিপলস পার্টি
থ. বিশ্বজিৎ সিং গণপূর্ত, পল্লী উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ, তথ্য ও জনসংযোগ, প্রশাসনিক সংস্কার, বাণিজ্য ও শিল্প ও বিদ্যুৎ বিজেপি
টি. রাধেশ্যাম শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিজেপি
নেমচা কিপগেন সমাজকল্যাণ ও সহযোগিতা বিজেপি
ভি. হাংখ্যানলিয়ান কৃষি, পশুচিকিৎসা এবং পশুপালন বিজেপি
ল্যাংপোকলকপম জয়ন্তকুমার সিং স্বাস্থ্য, পরিবার কল্যাণ, আইন ও আইন, শিল্প ও সংস্কৃতি ন্যাশনাল পিপলস পার্টি
করম শ্যাম পিডিএস এবং ভোক্তা বিষয়াবলী, ওজন ও পরিমাপ, রাজস্ব, ত্রাণ ও পুনর্বাসন লোক জনশক্তি পার্টি
লেতপাও হওকিপ যুব বিষয়ক, ক্রীড়া, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ ন্যাশনাল পিপলস পার্টি
এন. কায়িসি উপজাতি ও পার্বত্য অঞ্চল উন্নয়ন ও মৎস্য চাষ ন্যাশনাল পিপলস পার্টি
থৌনাওজাম শ্যামকুমার সিং বন ও পরিবেশ, উদ্যান ও মাটি সংরক্ষণ, নগর পরিকল্পনা ও এমএইচইউডি কংগ্রেস
লোসি দিকো পিএইচইডি, মুদ্রণ এবং স্টেশনারী নাগা পিপলস ফ্রন্ট

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jurisdiction and Seats of Indian High Courts"। Eastern Book Company। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১২ 
  2. "Manipur Legislative Assembly"Legislative Bodies in India। National Informatics Centre, Government of India। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১০ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২১ 
  4. Livemint (২০১৭-০৩-১৫)। "Manipur gets its first BJP govt as Biren Singh takes oath along with 8 ministers"Livemint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৫