মণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়
মণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (এমআইইউ) মণিপুর সরকার কর্তৃক স্বীকৃত একটি স্বায়ত্তশাসিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ভারতের মণিপুরের ইম্ফালে অবস্থিত।
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০১৮ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) |
অবস্থান | , ২৪°৪৬′৪১″ উত্তর ৯৩°৫৪′২৯″ পূর্ব / ২৪.৭৭৮° উত্তর ৯৩.৯০৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | পৌর এলাকা |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনামণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আইন-২০১৮ (২০১৮-এর মণিপুর অধ্যাদেশস নং ১)-এর বলে প্রতিষ্ঠিত হয়, যার বিজ্ঞপ্তি ২৬ জুন ২০১৮ সালে সরকারি গেজেটে প্রকাশ করা হয়।[১][২][৩] পরে মণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (২০১৯ সালের মণিপুর আইন নং ২)-এর মাধ্যমে এটিকে স্থায়ীভাবে স্বীকৃতি দেওয়া হয়, যার বিজ্ঞপ্তি ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে সরকারি গেজেটে দেওয়া হয়। এটি ইউজিসি কর্তৃক রাজ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃত এবং তালিকাভুক্ত।[৪]