মণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়

মণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (এমআইইউ) মণিপুর সরকার কর্তৃক স্বীকৃত একটি স্বায়ত্তশাসিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ভারতের মণিপুরের ইম্ফালে অবস্থিত।

মণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৮
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত)
অবস্থান,
২৪°৪৬′৪১″ উত্তর ৯৩°৫৪′২৯″ পূর্ব / ২৪.৭৭৮° উত্তর ৯৩.৯০৮° পূর্ব / 24.778; 93.908
শিক্ষাঙ্গনপৌর এলাকা
ওয়েবসাইটwww.miu.ac
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

মণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আইন-২০১৮ (২০১৮-এর মণিপুর অধ্যাদেশস নং ১)-এর বলে প্রতিষ্ঠিত হয়, যার বিজ্ঞপ্তি ২৬ জুন ২০১৮ সালে সরকারি গেজেটে প্রকাশ করা হয়।[][][] পরে মণিপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (২০১৯ সালের মণিপুর আইন নং ২)-এর মাধ্যমে এটিকে স্থায়ীভাবে স্বীকৃতি দেওয়া হয়, যার বিজ্ঞপ্তি ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে সরকারি গেজেটে দেওয়া হয়। এটি ইউজিসি কর্তৃক রাজ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃত এবং তালিকাভুক্ত।[]

তথ্যসূত্র

সম্পাদনা