মণ
মণ এক প্রকারের পরিমাপের একক, যা ওজন পরিমাপের জন্য এক সময় বাংলায় ও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ব্যবহার করা হতো। ৪০ সের এ ১ মণ হয়। ১ মণ প্রায় ৩৭.৩২ কিলোগ্রাম এর সমান।
১ সের = ০.৯৩৩ কিলোগ্রাম (প্রায়), অথবা, ১ কিলোগ্রাম = ১.০৭১৬৯৬৫ সের (প্রায়)।
মেট্রিক পদ্ধতির প্রচলনের ফলে বাংলাদেশ ও ভারত হতে মণ এককটি প্রায় লোপ পেয়েছে, তবে এখনো কথ্য ভাষা ও গ্রামাঞ্চলে সের এর ব্যবহার রয়েছে। অসংখ্য চিরায়ত সাহিত্যে এর ব্যবহার সর্বদা থেকে যাবে।