মটমূড়া ইউনিয়ন

মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি ইউনিয়ন

মটমূড়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[] এটি ১২৩.৯৮ কিমি২ (৪৭.৮৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪৪,৬০৯ জন।[] কাথুলী ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা ১৬টি ও মৌজার সংখ্যা ১৭টি।

মটমূড়া ইউনিয়ন
ইউনিয়ন
মটমূড়া ইউনিয়ন
মটমূড়া ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
মটমূড়া ইউনিয়ন
মটমূড়া ইউনিয়ন
মটমূড়া ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
মটমূড়া ইউনিয়ন
মটমূড়া ইউনিয়ন
বাংলাদেশে মটমূড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৩′১০.৩″ উত্তর ৮৮°৫০′৪.৬″ পূর্ব / ২৩.৮৮৬১৯৪° উত্তর ৮৮.৮৩৪৬১১° পূর্ব / 23.886194; 88.834611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামেহেরপুর জেলা
উপজেলাগাংনী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১২৩.৯৮ বর্গকিমি (৪৭.৮৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৪৪,৬০৯
 • জনঘনত্ব৩৬০/বর্গকিমি (৯৩০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটmotmuraup.meherpur.gov.bd
মানচিত্র
মানচিত্র

গ্রামসমূহ

সম্পাদনা
  1. নওদা মটমুড়া
  2. চরগোয়ালগ্রাম
  3. মোমিনপুর
  4. ভোলারদাড়
  5. মহাম্মদপুর
  6. হোগলবাড়ীয়া
  7. নওদা হোগলবাড়ীয়া
  8. আকুবপুর
  9. সিন্দুরকৌটা
  10. কামারখালী
  11. কোদাইলকাটি
  12. রাজাপুর
  13. কুমারীডাঙ্গা
  14. বাওট
  15. ছাতিয়ান
  16. মটমুড়া

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মটমূড়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬