মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ

কুষ্টিয়ার মসজিদ

মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ কুষ্টিয়া শহরের গড়াই নদীর তীরবর্তী মঙ্গলবাড়ীয়া বাঁধ সংলগ্নে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। একটি পুরাতন শিলালিপি অনুযায়ী ১৮৫২ সালে নির্মাণ করা হয়।

মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাকুষ্টিয়া
অবস্থান
অবস্থানমঙ্গলবাড়ীয়া
পৌরসভাকুষ্টিয়া
দেশ বাংলাদেশ
মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ বাংলাদেশ-এ অবস্থিত
মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ
বাংলাদেশে মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদের অবস্থান
স্থানাঙ্ক২৩°৫৫′০১″ উত্তর ৮৯°০৬′৫৩″ পূর্ব / ২৩.৯১৬৯৭৫° উত্তর ৮৯.১১৪৮১৮° পূর্ব / 23.916975; 89.114818
স্থাপত্য
প্রতিষ্ঠাতা
  • কোকিলদ্দি ও
  • মহিম চৌকিদার
প্রতিষ্ঠার তারিখ১৮৫২; ১৭২ বছর আগে (1852)

ইতিহাস

সম্পাদনা

মসজিদে পাওয়া একটি পুরাতন শিলালিপি অনুযায়ী মসজিদটির নির্মাণ সাল ১৮৫২।ক[›] প্রথমে কোকিলদ্দি ও মহিম চৌকিদার নামের দুইজন ব্যক্তি গড়াই নদীর তীরে খড় দিয়ে মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটি নদী ভাঙ্গনের কবলে পড়ে নদীতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে কাটি মন্ডল ও ফেরত আলী মন্ডল নামের দুইজন ব্যক্তি মসজিদের বর্তমান স্থানে নিয়ে আসেন। তারা মেঝেতে ইট, মাটির গাঁথুনি ও টিনের চালার ব্যবস্থা করেছিলেন। মসজিদের জমি দাতা ছিলেন ফেরত আলী মন্ডল। তিনি ১৯৪৩ সালের ২৪ সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের মাধ্যমে জমিটি মসজিদ স্থায়ীকরণ ও পাকা করার জন্য দান করে দেন। বর্তমানে মসজিদের মোট জমির পরিমাণ ০.৩৩ একর (১,৩০০ বর্গমিটার)।[]

পাদটীকা

সম্পাদনা
  • ^ ক: কুষ্টিয়া পৌরসভা থেকে প্রকাশিত একটি স্মারকগ্রন্থে মসজিদের স্থাপিত সাল ১৮৫১ উল্লেখ করা হয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা

উদ্ধৃতি

সম্পাদনা
  1. ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; ড. সারিয়া সুলতানা (২০২০)। ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া। ঢাকা: কন্ঠধ্বনি প্রকাশনী। পৃষ্ঠা ১১২ ও ১১৩। আইএসবিএন 9789849443506 
  2. আনোয়ার আলী (মার্চ ২০১৯)। মিলন সরকার; মোঃ মনিরুল ইসলাম, সম্পাদকগণ। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। পৃষ্ঠা ১৪৬। আইএসবিএন 978-984-34608-1-3। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১০ 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; ড. সারিয়া সুলতানা (২০২০)। ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া। ঢাকা: কন্ঠধ্বনি প্রকাশনী। আইএসবিএন 9789849443506