মগবান ইউনিয়ন
মগবান বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাঙ্গামাটি সদর উপজেলার একটি ইউনিয়ন।
মগবান | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে মগবান ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৮″ উত্তর ৯২°১১′৩২″ পূর্ব / ২২.৫৬৮৮৯° উত্তর ৯২.১৯২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | রাঙ্গামাটি সদর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | বিশ্বজিত চাকমা |
আয়তন | |
• মোট | ৮২.৮৮ বর্গকিমি (৩২.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭,৩৮০ |
• জনঘনত্ব | ৮৯/বর্গকিমি (২৩০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৭.৩৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনামগবান ইউনিয়নের আয়তন ২০,৪৮০ একর (৮২.৮৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৭,৪৯৪জন। এর মধ্যে ৬,৯১৩জন বৌদ্ধ, ৫৬৫জন মুসলিম, ১০জন হিন্দু, ৬জন খ্রিস্টান।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনারাঙ্গামাটি সদর উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে মগবান ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।[৩] এ ইউনিয়নের উত্তরে সাপছড়ি ইউনিয়ন; পূর্বে রাঙ্গামাটি পৌরসভা, কাপ্তাই হ্রদ ও জীবতলী ইউনিয়ন; দক্ষিণে জীবতলী ইউনিয়ন ও কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন এবং পশ্চিমে কাপ্তাই উপজেলার ওয়াজ্ঞা ইউনিয়ন ও কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনামগবান ইউনিয়ন রাঙ্গামাটি সদর উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গামাটি কোতোয়ালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ১০৬নং কামিলাছড়ি, ১০৭নং বড়াদম, ১০৮নং মানিকছড়ি এবং ১১৫নং মগবান এ ৪টি মৌজা নিয়ে গঠিত।[৪]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | দোখাইয়া পাড়া, তারিঙ্গ্যা পাড়া, গোদা পাড়া, পেরাছড়া |
২নং ওয়ার্ড | গবঘোনা বাঙ্গালী পাড়া, গবঘোনা চাকমা পাড়া, নতুন বাজার |
৩নং ওয়ার্ড | গরগজ্যাছড়ি পাড়া, কুকিছড়া পাড়া, গুরাকাবা পাড়া, নোয়াদম পাড়া |
৪নং ওয়ার্ড | গোলাছড়ি, কামিলাছড়ি, দীঘলছড়ি, আওলাদ বাজার, ডেবাছড়ি |
৫নং ওয়ার্ড | ডেপ্যছড়ি পাড়া, কুগুজ্যাছড়ি পাড়া, ডুলুছড়ি মইন পাড়া, দেবতাছড়ি পাড়া |
৬নং ওয়ার্ড | নাভাঙ্গা পাড়া, কেরেটকাটা পাড়া, রামপাহাড়, দেবতাছড়ি, মরংছড়ি |
৭নং ওয়ার্ড | হাজাছড়ি পাড়া, মধ্য পাড়া, বিলাইছড়ি পাড়া, ডুলুছড়ি পাড়া, হারুলছড়ি পাড়া |
৮নং ওয়ার্ড | রন্যাছড়ি পাড়া, অগৈয়াছড়ি মইন, অগৈয়াছড়ি পাড়া, পলান্যাছড়া |
৯নং ওয়ার্ড | আমছড়ি পাড়া, বেচারাম কার্বারী পাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনামগবান ইউনিয়নের সাক্ষরতার হার ৩৭.৩৯%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- ঈশ্বরচন্দ্র দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কেরেট কাটা পাড়া অমর কুমার কার্বারী রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- গবঘোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- গরগজ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গোলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধনপাতা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেচারাম কার্বারী পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- যগোনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লালমোহন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজাছড়ি মার্মা পাড়া রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনামগবান ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক। যে কোন যানবাহনে যাওয়া যায়। তবে এ ইউনিয়নের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম নৌপথ। সেক্ষেত্রে রাঙ্গামাটি সদর উপজেলার বনরুপা, তবলছড়ি অথবা রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে ইঞ্জিনবোট যোগে যেতে হবে।[৩]
খাল ও নদী
সম্পাদনামগবান ইউনিয়নের মধ্যাংশ জুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ।
হাট-বাজার
সম্পাদনামগবান ইউনিয়নের প্রধান হাট-বাজার হল ধনপাতা মুখ নতুন বাজার।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনা- শ্রদ্ধেয় বনভান্তের জন্ম স্থান মোরঘোনায় স্মৃতি স্তম্ভ ও স্মৃতি মন্দির
- রাম পাহাড়
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- বিনয় কুমার দেওয়ান
- গৌতম দেওয়ান
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: বিশ্বজিত চাকমা[১১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "রাঙ্গামাটি সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ ক খ "যোগাযোগ ব্যবস্থা - ২ নং মগবান ইউনিয়ন-"। mogbanup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;rangamati.gov.bd
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"। mogbanup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। mogbanup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41401&union=14[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজার - ২ নং মগবান ইউনিয়ন-"। mogbanup.rangamati.gov.bd।
- ↑ "শ্রদ্ধেয় বনভান্তের জন্ম স্থান মোরঘোনায় স্মৃতি স্তম্ভ ও স্মৃতি মন্দির(নির্মাণাধীণ)"। mogbanup.rangamati.gov.bd। ৮ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৮।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব"। mogbanup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চেয়ারম্যান প্রোফাইল"। mogbanup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]