মক্কার যুদ্ধ (১৯২৪)

মক্কার যুদ্ধ বর্তমান সৌদি আরবের মক্কায় সংঘটিত হয়। রাজা আবদুল আজিজ ইবনে সৌদ তার হেজাজ রাজতন্ত্র জয়ের অভিযানের সময় তাইফের পতনের পর এই যুদ্ধ সংঘটিত হয়। রাজা হুসাইন বিন আলী যুদ্ধে পরাজয়ের পর মক্কা থেকে জেদ্দা পালিয়ে যান। এসময় তিনি মক্কার কিশলায় কয়েকশত অস্ত্র ফেলে যান। ইবনে সৌদের লোকেরা এগুলোর দখল লাভ করে। মক্কার এই যুদ্ধে হাশেমিরা সৌদি ও তাদের মিত্র ইখওয়ানের কাছে পরাজিত হয়।

মক্কার যুদ্ধ
মূল যুদ্ধ: হেজাজে সৌদি সংঘর্ষ
তারিখ১৯২৪
অবস্থান
ফলাফল নজদ সালতানাতের বিজয়
বিবাদমান পক্ষ
Flag of the Third Saudi State-01.svg নজদ সালতানাত Flag of Hejaz 1917.svg হেজাজ রাজতন্ত্র
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
Flag of the Third Saudi State-01.svg আবদুল আজিজ ইবনে সৌদ
Flag of the Third Saudi State-01.svg সুলতান বিন বাজাদ
Flag of Hejaz 1917.svg হুসাইন বিন আলী
শক্তি
৫,০০০ জন ১,০০০ জন[১]
হতাহত ও ক্ষয়ক্ষতি
অজ্ঞাত অজ্ঞাত সংখ্যক মৃত
৫টি সাজোয়া যান
১টি বিমান

হুসাইন এরপর আবার পলায়ন করেন। তার প্রথম পুত্র আলী বিন হুসাইনকে হেজাজের রাজা ঘোষণা করেন। তিনি প্রথমে আকাবা ও পরে সাইপ্রাস চলে যান।[২]

আরো দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. From Bullard to Mr ChamberLain. Mecca, 1924 September. (No.# secrets) - Archieved Post
  2. al-Rasheed, Madawi (২০০২)। A History of Saudi Arabia। Cambridge University Press। পৃষ্ঠা 46। আইএসবিএন 9780521644129 

আরো পড়ুনসম্পাদনা