ভূরুঙ্গামারী সরকারি কলেজ
কুড়িগ্রাম জেলার একটি সরকারি মহাবিদ্যালয়
ভূরুঙ্গামারী সরকারি কলেজ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর একটি সরকারি মহাবিদ্যালয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) কোর্স চালু আছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ১৪৪১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।[১]
![]() | |
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৭ জানুয়ারি ১৯৬৭ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড |
ইআইআইএন | ১২২১২২ |
অধ্যক্ষ | মিনারা ফেরদৌস |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৩ |
শিক্ষার্থী | ১৪৪১ |
স্নাতক | ৬৮০ |
অন্যান্য শিক্ষার্থী | ৭৬১ |
ঠিকানা | দেওয়ানের খামার , , ৫৬৭০ , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | গ্রামীণ, ১০.৭৫ একর (৪.৩৫ হেক্টর) |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
![]() |
উপলব্ধ কোর্স
সম্পাদনা- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিএসসি (পাস)
- বিবিএস (পাস)
শিক্ষার্থী
সম্পাদনা২০২৪ সালের তথ্যানুযায়ী কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ৭৬১ জন এবং স্নাতক (পাশ) স্তরে ৬৮০ জন শিক্ষার্থী মিলে মোট ১৪৪১ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।[১]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ স্তরভিত্তিক শিক্ষার্থী সংখ্যা ২০২৪। "ভূরুঙ্গামারী সরকারি কলেজ"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২৪।
- ↑ "National University :: College Details"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০৪।