ভুট্টাপোস্ত বা কৌক্লিকৌ (/ˈkklɪk/) হলো লাল রঙের একটি রকমফের। এর ইংরেজি নামটি এসেছে বন্য ভূট্টাপোস্ত (Papaver rhoeas) উদ্ভিদ ও তার ফুলের ফরাসি স্থানীয় নাম থেকে। যা মূলত উজ্জ্বল লাল ও সাদাটে কমলা রঙের আভামণ্ডিত একটি ফুল।[১] ইংরেজিতে ভাষাতেও এটি বন্য পপি ফুলের নাম থেকেই এসেছে। ইংরেজিতে রঙের নাম হিসেবে কৌক্লিকৌ শব্দটির রেকর্ডকৃত প্রথম ব্যবহার হয় ১৭৯৫ খ্রিস্টাব্দে।[২]

ভুট্টাপোস্ত
 
About these coordinates     রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#FF3800
sRGBB  (rgb)(255, 56, 0)
CMYKH   (c, m, y, k)(0, 78, 100, 0)
HSV       (h, s, v)(13°, 100%, 100%)
উৎস[Unsourced]
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক

ক্লোদ মোনে ১৮৭৩ সালে লে কৌক্লিকৌ (Les Coquelicots) বা পপি ফুটছে চিত্রকর্মটি অঙ্কন করেন।

১৮৯০ সালে রবার্ট ভোনোহ্‌র আঁকা কৌক্লিকৌ (Coquelicots)
১৮৭৩ সালে ক্লোদ মোনের আঁকা লে কৌক্লিকৌ (Les Coquelicots)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Webster's Unabridged Universal Dictionary, World Syndicate Publishing, N.Y., 1937
  2. Maerz and Paul A Dictionary of Color New York: 1930 McGraw-Hill Page 193; Color Sample of Coquelicot: Page 27 Plate 2 Color Sample C10