ভীমপলাশি

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি রাগ

ভীমপলাশি (বা ভীমপলশ্রী) হল হিন্দুস্থানি উচ্চাঙ্গসঙ্গীতের একটি রাগ। এটি কাফি ঠাটের অন্তর্গত। এর জাতি ঔড়ব-সম্পূর্ণ। এই রাগের বাদীস্বর মধ্যম, তবে সা এবং পা এর প্রাধান্য বেশি পরিলক্ষিত হয়। এর প্রকৃতি ধীরগতি সম্পন্ন এবং শান্ত ভাব সম্পন্ন। ইহাতে করূণ রস ফুটে উঠে। অপরাহ্নের পর এই রাগ পরিবেশন করা হয়।

তত্ত্বসম্পাদনা

আরোহণ এবং অবরোহণসম্পাদনা

  • আরোহণঃ সা জ্ঞা মা পা ণা র্সা
  • অবরোহণঃ র্সা ণা ধা পা মা জ্ঞা রা সা

এই রাগটিতে "কোমল নি" এবং "কোমল গা" ব্যবহৃত হয়। এটি একটি ঔড়ব-সম্পূর্ণ রাগ, অর্থাৎ, এর আরোহণে ৫ টি স্বর এবং অবরোহণে ৭ টি স্বর ব্যবহৃত হয়।

বাদী এবং সমবাদীসম্পাদনা

  • বাদীঃ মা (চতুর্থ সুর)
  • সমবাদীঃ সা (প্রথম সুর)

পকড় অথবা চলনসম্পাদনা

  • পকড় অথবা চলনঃ নি  সা মা গা  মা পা মা, মা গা  রে সা

(বন্দিশ) স্থায়ী এবং অন্তরাসম্পাদনা

রাগ ভীমপলাশী আশ্রিত, নিয়ামত খাঁ এর এই বন্দিশটি খুবই প্রচলিতঃ[১]

 স্থায়ীঃ

যা, যা রে আপনে মান্দিরাভা

সুনা পাবে গি (মোরা) সাস-নানাদিয়া

{বাংলা অনুবাদঃ

যাও,চলে যাও, তোমার মন্দিরে

পাছে শাশুড়ি-ননদিনী শুনে ফেলবে }

অন্তরাঃ

সুনা হো সদারাঙ, তুম কো চাহতা হ্যায়

কেয়া তুম মুঝসে ছালানা কিয়া্‌ ( অথবা, কেয়া তুম হামকো থাগানা দিয়া )

যা, যা রে,,,,,,,

{বাংলা অনুবাদঃ

শুনে যাও সদারঙ্গ, আমি সারাক্ষণ তোমাকেই চেয়েছি

আর তুমি কিনা আমার সাথেই ছলনা করলে !}

প্রতিষ্ঠান এবং সম্পর্কসম্পাদনা

সম্পর্কিত রাগগুলিঃ

  • বাগেশ্রী, ধানেশ্রী, ধানি, পতোদীপ, হংসকিঙ্কিণী 
  • ঠাট (Thaat) ঃ কাফি 
  • কর্ণাটক ঘরানায়, কর্ণাটকা দেবাগান্ধারী হল আরেকটি সদৃশ্যপূর্ণ রাগ।

ব্যবহারসম্পাদনা

মধ্যম অর্থাৎ মা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ নোট - এটি একটি 'ন্যাস' স্থানও বটে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, বিস্তারের ক্ষেত্রে - সা গা  মা, মা গা  মা, গা  মা পা,মা পা গা  মা পা (মা) গা  (মা) গা  মা... আরোহণে রে এবং ধা ব্যবহৃত করা হয় না। কিন্তু অবরোহণের সময় রে এবং ধা স্বর দুটি ব্যবহৃত হয়। 

সময়সম্পাদনা

  • সময়: বৈকালিন

ঐতিহাসিক তথ্যসম্পাদনা

গুরুত্বপূর্ণ রেকর্ডিংসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

  • List of film songs based on ragas

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Jaa jaa re apane mandiravaa"https://raag-hindustani.com/। সংগ্রহের তারিখ মে ২৯, ২০১৯  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  • Bor, Joep (c. 1997), The Raga Guide, Charlottesville, Virginia: Nimbus Records, 2009-07-15 তারিখে মূল থেকে আর্কাইভ করা  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  • Gosvami, O. (১৯৫৭), The Story Of Indian Music, Bombay: Asia Publishing House 

বহিঃসংযোগসম্পাদনা